×

বিনোদন

তাহসান-রোজা প্রসঙ্গে জয়, ‘আল্লাহ বাঁচাইছে! মেজর ডালিম ইন্টারভিউ দিয়েছে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১০:৩৭ পিএম

তাহসান-রোজা প্রসঙ্গে জয়, ‘আল্লাহ বাঁচাইছে! মেজর ডালিম ইন্টারভিউ দিয়েছে’

ছবি : সংগৃহীত

   

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান নতুন জীবন শুরু করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে। শনিবার (৪ জানুয়ারি) ঢাকার একটি কমিউনিটি সেন্টারে দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিবাহ সম্পন্ন হয়। নবদম্পতি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া প্রার্থনা করেছেন।  

রোজা আহমেদ: উদ্যোক্তা ও মেকওভার শিল্পী  

রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা শেষ করে পেশাদার কসমেটোলজি লাইসেন্স অর্জন করেন। এরপর তিনি নিউইয়র্কের কুইন্সে নিজের প্রতিষ্ঠান রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন। মেকওভার শিল্পী হিসেবে তার খ্যাতি ছাড়াও তিনি একজন সফল উদ্যোক্তা।

বিতর্কের জন্ম  

তাহসানের বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিতর্ক শুরু হয়। এক যুবক রোজাকে তার সাবেক প্রেমিকা দাবি করে অভিযোগ তোলেন, তাদের সম্পর্কের ভাঙনের জন্য তাহসান দায়ী। এ নিয়ে নেটিজেনরা দুই ভাগে বিভক্ত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে দোষারোপ করতে থাকেন।

শাহরিয়ার নাজিম জয়ের প্রতিক্রিয়া  

বিতর্কের মধ্যে উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, তাহসানের নতুন বউয়ের কার সঙ্গে আগে সম্পর্ক ছিল তা সামনে আনা বিকৃত রুচির পরিচয়। তাহসানের বউ অত্যন্ত সুন্দরী বলে আমাদের আফসোস করার কোনো কারণ নেই। কারণ আল্লাহপাক উপর থেকে সব ফায়সালা করেন।

জয় আরো যোগ করেন, কার জীবন সুন্দর হবে সেটা সৃষ্টিকর্তার সিদ্ধান্ত। আমরা খুব ছোট বিষয়কে বড় করে ভাবি, যার ফলে নিজেদের জীবন গুরুত্বহীন হয়ে পড়ে।
ঠাট্টার সুরে তিনি আরো বলেন, তবে আল্লাহ বাঁচাইছে! তাহসান এবং তাহসানের বউ নিয়ে শোরগোল মেজর ডালিমের ইন্টারভিউ দিয়ে মোটামুটি চাপা পড়েছে।

জয়ের মতে, সোশ্যাল মিডিয়া এমন এক খেলনা, যা দিয়ে একটি বিষয়কে অন্যটির ওপর চাপা দেওয়া যায়। এ খেলনার ওপর পুরো জাতি নির্ভরশীল।

তাহসান-রোজা নবদম্পতি হিসেবে নিজেদের জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। ভক্ত-অনুরাগীদের প্রতি তাদের বার্তা, সব ধরনের বিতর্ক ও নেতিবাচক মন্তব্য পেছনে ফেলে সুন্দর ভবিষ্যতের জন্য আশীর্বাদ কামনা করা। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App