×

বিনোদন

ভূমিকম্পের সময় কী করলেন মনীষা?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১১:০২ এএম

ভূমিকম্পের সময় কী করলেন মনীষা?

ছবি : সংগৃহীত

   

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের সীমান্তবর্তী তিব্বতের ডিংরি কাউন্টি। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে এই ভূকম্পন অনুভূত হয়। 

অভিনেত্রী মনীষা কৈরালা নেপালি অভিনেত্রী হলেও প্রধানত বলিউড চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। বর্তমানে মনীষা রয়েছেন মাতৃভূমি নেপালে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে কাঠমান্ডুর এক শরীরচর্চা কেন্দ্রে দেখা যায় তাকে। ট্রেডমিলে হাঁটতে হাঁটতে মনীষা একটি ভিডিও করেন। ঘন নীল জ্যাকেট, মানানসই টুপি আর গোলাপি স্কার্ফে মনীষাকে শরীরচর্চা করতে দেখা গেছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ৭.১ তীব্রতার জোরালো ভূমিকম্পের মাঝেও অভিনেত্রী মনীষা কাঠমান্ডুর এক শরীরচর্চা কেন্দ্রে ঘন নীল জ্যাকেট, মানানসই টুপি আর গোলাপি স্কার্ফে মনীষাকে শরীরচর্চা করতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভিডিও প্রকাশ করে ‘হ্যাশট্যাগ আর্থকোয়েক’ দিয়ে তিনি লিখেছেন, ‘সকালে ভূমিকম্প আমাদের সবাইকে জাগিয়ে দেয়।’

১৯৯১ সালে সুভাষ ঘাইয়ের ‘সওদাগর’ ছবি দিয়ে বলিউডে পথচলা শুরু করেন। ১৯৯৪ সালে বিধু বিনোদ চোপড়ার ‘১৯৪২: আ লাভ স্টোরি’ ছবি থেকে তার উত্থান। 

২০১২ সালে অভিনেত্রীর শরীরে ক্যান্সারের উপস্থিতি ধরা পড়ে। যদিও দীর্ঘদিন চিকিৎসার পর এখন ভালো আছেন তিনি, ফিরেছেন বলিউডেও। ২০২৪ সালে সঞ্জয় লীলা বানসালীর ‘হীরামন্ডী’তে তার ‘মালিকাজান’ চরিত্রটি নতুন করে আলো ফেলেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App