×

বিনোদন

অ্যানিম্যাল: বিশেষ দৃশ্যে কান্না পায় তৃপ্তির, কী করেছিলেন রণবীর?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৫:০৩ পিএম

অ্যানিম্যাল: বিশেষ দৃশ্যে কান্না পায় তৃপ্তির, কী করেছিলেন রণবীর?

তৃপ্তি ও রণবীর

   

‘বুলবুল’, ‘কলা’-র মতো ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ঠিকই। কিন্তু ‘অ্যানিম্যাল’ তাকে রাতারাতি জনপ্রিয়তা দিয়েছিল। তবে সেই ছবিতে অভিনয় করে একাধিক বার সমালোচনার শিকারও হতে হয়েছে বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরিকে। ছবিতে রণবীর কাপূরের সঙ্গে তৃপ্তির শয্যাদৃশ্য ছিল আলোচনার কেন্দ্রে।

সম্প্রতি সাক্ষাৎকারে তৃপ্তি জানান, তার চরিত্রটি মোটেই সহজ ছিল না। সহ-অভিনেতা হিসেবে রণবীর নাকি তাকে খুব সাহায্য করেছেন। শয্যাদৃশ্য নিয়ে আলোচনা হয়েছে ঠিকই, কিন্তু তার চেয়েও কঠিন ছিল নাকি অন্য আরো একটি দৃশ্য। এই দৃশ্যে নিজের আসল পরিচয় প্রকাশ করেছিলেন রণবীরের সামনে। কিছুতেই সংলাপ মনে রাখতে পারছিলেন না তৃপ্তি। চোখে পানিও আসছিল তার। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন রণবীর।

তৃপ্তির মতে রণবীর নাকি সহ-অভিনেতা হিসেবে খুবই নিরাপদ। কেন সেই ‘কঠিন’ দৃশ্যে সংলাপ মনে রাখতে পারছিলেন না তৃপ্তি? এই প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, আমি জানি, কেন মনে থাকছিল না সংলাপ। দিন-রাত এক করে কাজ করছিলাম। অন্য একটি ছবির শুটিংও চলছিল। রাতে ঘুম হচ্ছিল না। অনেক বড় সংলাপ ছিল। কিছুতেই মনে রাখতে পারছিলাম না। কান্না পাচ্ছিল সেই দিন আমার। খুব চাপ পড়েছিল। 

বিষয়টি বুঝতে পারেন রণবীর। সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন তিনি। তৃপ্তির সুবিধামতোই সেই দৃশ্যের শুটিং হয়। এমনকি পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গাও নাকি সহযোগিতা করেছিলেন। রণবীরের প্রশংসায় তৃপ্তি বলেন, তার ভাবনাচিন্তাও পরিচালকের মতোই। আমি সংলাপ বলতে পারছি না কেন, বুঝতে পেরেছিলেন রণবীর। কিন্তু কোনো ভাবেই বুঝতে দেননি, আমি সময় নষ্ট করছি। 

‘অ্যানিম্যাল’-এর বিরুদ্ধে নারীবিদ্বেষী তকমাও রয়েছে। কিন্তু কিছু দিন আগে তৃপ্তি দাবি করেছেন, এই ছবি নাকি মোটেই নারীবিদ্বেষী নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App