×

বিনোদন

মিঠুনের বাড়িতে নৈশভোজে শাশ্বত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১১:৫৮ এএম

মিঠুনের বাড়িতে নৈশভোজে শাশ্বত

ছবি: সংগৃহীত

   

মুম্বাইয়ে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে মিঠুন চক্রবর্তী ও শাশ্বত চট্টোপাধ্যায়কে। মিঠুনের বাড়িতেই নৈশভোজে অংশ নেন শাশ্বত। গত বছরে বিনোদন দুনিয়ার দুই চর্চিত ব্যক্তিত্বকে একসঙ্গে দেখার পরেই টলিপাড়ায় গুঞ্জন জোরালো হয়েছে। দুই অভিনেতা কি একসঙ্গে কাজ করতে চলেছেন, প্রশ্ন উঁকি দিচ্ছে অনেকের মনে।

রবিবার (১২ জানুয়ারি) সকালে শাশ্বত সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে মিঠুনের সঙ্গে তাকে। সঙ্গে রয়েছেন মিঠুন পুত্র নমশি চক্রবর্তী। সঙ্গে শাশ্বত লেখেন, ‘বাঘ এবং বাঘের বাচ্চা’। গত সপ্তাহে মুম্বাইয়ে ছিলেন শাশ্বত। শুটিংয়ের কাজে ব্যস্ত, তারই মাঝে মিঠুনের তরফে আসে নৈশভোজের আমন্ত্রণ।

মিঠুনের সঙ্গে যেমন শাশ্বতের যোগাযোগ রয়েছে, তেমনই রয়েছে নমশির সঙ্গেও। কারণ নমশির প্রথম ছবি ‘ব্যাড বয়’তে অভিনয় করেছিলেন শাশ্বত। অভিনেতা বললেন, ‘ওর সঙ্গে তো হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ রয়েছেই। ভালো লাগল, মিঠুনদার বাড়িতে যোগিতাবৌদিও ছিলেন। মিমো ও তার স্ত্রী ছিলেন। অনেক দিন পর সবাই মিলে আড্ডা দিলাম।’

গত বছর ‘শাস্ত্রী’ ছবিতে মিঠুন ও শাশ্বতকে দেখেছিলেন দর্শক। মুম্বাইয়ে দুজন কি নতুন কোনো শুটিং করছেন? প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও বিষয়টি এড়িয়েও যাননি শাশ্বত। অভিনেতার কথায়, ‘নির্মাতাদের অনুমতি ছাড়া আমি এই নিয়ে কোনো কথা বলতে পারি না।’ বলিউডে সম্প্রতি ‘খাকি ২’ ওয়েব সিরিজের ডাবিং শেষ করেছেন শাশ্বত। নতুন বছরে মিঠুনের সঙ্গে তাকে নতুন কোনো কাজে দেখা যাবে কিনা, তার উত্তর সময়েই পাওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App