ছেলের সিনেমা মুক্তি, ধূমপান ছেড়ে দিলেন আমির খান

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১১:৪৬ এএম

ছবি: সংগৃহীত
মুক্তির অপেক্ষায় আমির খানের ছেলে জুনায়েদ খান অভিনীত ছবি ‘লভেয়াপা’। ছবিতে জুনায়েদ খানের বিপরীতে রয়েছেন আরেক তারকাসন্তান খুশি কাপুর। ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে আমির নিজে উপস্থিত ছিলেন।
সেখানেই জীবনের এক বড় সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন নায়ক। ধূমপান ছেড়ে দিয়েছেন আমির খান। জুনায়েদের বলিউডে সাফল্যের বিনিময়ে দীর্ঘদিনের অভ্যাস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। খবর হিন্দুস্তান টাইমসের
আমির জানান, বেশ কিছুদিন ধরেই তিনি সিগারেটের নেশা ত্যাগ করার কথা ভাবছিলেন। অবশেষে ছেলের প্রথম ছবি মুক্তির আগে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন এ অভিনেতা।
আমিরের কথায়, ‘আমি ধূমপান ছেড়ে দিয়েছি। অনেক বছর থেকে সিগারেট খাচ্ছি, এখন আমি একটি পাইপে সুইচ করেছি। তামাক স্বাস্থ্যের জন্য ভালো নয়। কারো এটা করা উচিত নয়।’
তিনি আরো বলেন, ‘আমি একপ্রকার মানত করেছিলাম। এই ছবি সফল হোক বা না হোক, আমি একজন বাবা হিসেবে নিজের দিক থেকে ধূমপান ছেড়ে দেব।’
উল্লেখ্য, গত বছর নেটফ্লিক্সে ‘মহারাজ’ দিয়ে পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন জুনায়েদ খান। আর এবার প্রেক্ষাগৃহে তার বহু প্রতীক্ষিত ছবি মুক্তি পেতে চলেছে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি। এদিকে আমিরকে এরপর ‘সিতারে জমিন পার’ ছবিতে দেখা যাবে।