×

বিনোদন

তিন দশকের পুরোনো গান ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননি ছিঃ’ নতুন করে ভাইরাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৪:২৯ পিএম

   

তিন দশক আগের পুরোনো ওডিশার একটি গান হঠাৎ করেই নতুন করে ভাইরাল হয়েছে। “ছিঃ ছিঃ ছিঃ রে ননি ছিঃ” শিরোনামের এই গানটি বর্তমানে ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শুধু ভারতে নয়, বাংলাদেশের শ্রোতারাও গানটির প্রতি মুগ্ধ হয়ে পড়েছেন। গানের ভাষা পুরোপুরি না বুঝতে পারলেও, এর সুর এবং ভিডিওর আবেগপ্রবণ চিত্র দর্শকদের মন ছুঁয়ে যাচ্ছে। 

বিভিন্ন সংবাদমাধ্যম, যেমন এই সময় এবং দ্য ওয়াল থেকে জানা যায়, গানটির শিল্পী সত্য অধিকারী। তিনি ইতিমধ্যে গুগলে বহুল অনুসন্ধানের বিষয় হয়ে উঠেছেন। আর গানটির ভিডিওটি পরিচালনা করেছেন মানবভঞ্জন নায়ক, যা দুই দশক আগে নির্মিত হয়েছিল। পুরোনো এই গানের প্রতি মানুষের নতুন করে আগ্রহ তার সুর, আবেগ এবং ভিডিওর সঙ্গে সংশ্লিষ্ট গভীর অনুভূতির কারণেই জন্ম নিয়েছে।

গানের ভিডিওতে দেখা গেছে, গল্পের নায়ক এক দরিদ্র কৃষক। তাঁর প্রেমিকার অন্যত্র বিয়ের ব্যবস্থা করা হয়। ভাঙা হৃদয়ে প্রেমিকার উদ্দেশে গানটি গেয়েছেন তিনি। এতে অভিনয় করেছেন বিভূতি বিশ্বল।

এক সাক্ষাৎকারে মানবভঞ্জন নায়ক বলেছিলেন, গানটি ১৯৯৫ সালে প্রথম রেকর্ড করা হয়েছিল। ২০০৫ সালে প্রযোজক সীতারাম আগরওয়াল গানটির একটি মিউজিক ভিডিও তৈরি করার জন্য তার কাছে যান।  

গানের অর্থ: প্রতিদিন ছোট ছোট আনন্দ দেয়ার চেষ্টা করতাম/ প্রতিদিন বিনোদন ও আনন্দের ব্যবস্থা করতাম/ আমি তোমার মাকে প্রতিশ্রুতিও দিয়েছিলাম/ অনেকবার বলেছি, আমার কাছে কেমন ছিলে তুমি/ আমি যখন আমার গ্রাম থেকে ফিরলাম, তুমি কী করে সব ভুলে গেলে?/ এটা সত্যিই লজ্জার, ননি। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App