‘পুতুলনাচের ইতিকথা’ নিয়ে জয়ার সফর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১০:৫১ এএম

ছবির পরিচালক এবং নায়কের সঙ্গে জয়া। ছবি : ভোরের কাগজ
আগামী ৩০ জানুয়ারি থেকে নেদারল্যান্ডসে শুরু হচ্ছে রটারড্যাম চলচ্চিত্র উৎসব। এখানে বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে লড়বে জয়া আহসানের সিনেমা 'পুতুলনাচের ইতিকথা'। ৬ ফেব্রুয়ারি আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে অনুষ্ঠিত হবে সিনেমাটির প্রিমিয়ার শো।
প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুলনাচের ইতিকথা উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন সুমন মুখোপাধ্যায়। ত্রিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত সময়টা উঠে আসবে পুতুলনাচের ইতিকথা সিনেমায়।
মূল উপন্যাসে সময়টা ছিল আরো পেছনের। দর্শকের সামনে গল্পটা সহজবোধ্য করার জন্য খানিকটা এগিয়ে এনেছেন পরিচালক সুমন। এখানে জয়া আহসান অভিনয় করেছেন কুসুম চরিত্রে। শশী চরিত্রে আবীর চট্টোপাধ্যায়। আরো আছেন পরমব্রত, অনন্যা ও ধৃতিমান চট্টোপাধ্যায়।
আরো পড়ুন : পরীমণির জামিনদার কে এই তরুণ
এই উৎসবের আগে কলকাতায় অনুষ্ঠিত সাহিত্যের উৎসব কলকাতা লিটেরারি মিটে অংশ নিলেন জয়া। গত রবিবার হর্টিকালচারাল গার্ডেনে কলকাতা লিটেরারি মিটে জয়ার সঙ্গে উপস্থিত ছিলেন ছবির পরিচালক ও অভিনয়শিল্পীরা। গত বছর এ অনুষ্ঠানে জয়া শ্রোতা হিসেবে অংশ নিলেও এবারই প্রথম আলোচক ছিলেন।
আলোচনাপর্ব শেষে জয়া আহসান বলেন, ‘এখানে সব সময় একটা ফেস্টিভ পরিবেশ থাকে, আর সঙ্গে প্রিয় কিছু মানুষ। একই রকম মানসিকতার মানুষগুলো সবাই এখানে আসেন, সাহিত্য নিয়ে, চলচ্চিত্র নিয়ে এবং বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে আড্ডা দেয়া যায়। এবার এখানে পুতুলনাচের ইতিকথা নিয়ে একটা সেশন ছিল। সবাই মিলে খুব সুন্দর সময় কাটল। শেষবার আলোচনায় অংশ না নিলেও শুনতে এসেছিলাম। সেশনগুলো শুনতেও খুব ভালো লাগে, নিজেকে ঋদ্ধ করা যায়।’