×

বিনোদন

ছুটির দিনে ‘বিবিধ শোক অথবা সুখ’র দুই প্রদর্শনী

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১২:০৩ পিএম

ছুটির দিনে ‘বিবিধ শোক অথবা সুখ’র দুই প্রদর্শনী

ছবি: সংগৃহীত

   

অস্থির রাজনৈতিক বাস্তবতার এই সময়েও মানুষ আশা হারায় না, ছুটে চলে সুখের সন্ধানে। কিন্তু তা কখনো কখনো রূপান্তরিত হয় শোকে। বিশোর্ধ্ব এক যুবকের অনায়াস প্রেমে নিমজ্জন, অন্যদিকে পঁয়ত্রিশোর্ধ্ব এক নারী নানাভাবে ঠকে সংঘাত এড়িয়ে তুলনামূলক মসৃণ জীবনের পথ বেছে নেয়ার চেষ্টা করছে। এমন গল্পে অনুস্বর নাট‍্যদলের নাটক ‘বিবিধ শোক অথবা সুখ’।  রচনা ও নির্দেশনায় সাইফ সুমন। এটি অনুস্বরের দশম প্রযোজনা।

গত ২৬ এপ্রিল অনুস্বর স্টুডিওতে বিবিধ শোক অথবা সুখ নাটকের উদ্বোধনী প্রদর্শনী হয়। পরদিন ২৭ এপ্রিল ছিল আরো দুটি প্রদর্শনী। নাটকটি দর্শকদের বিপুল প্রশংসা কুড়িয়েছিল সে সময়। আগামী ৩১ জানুয়ারি, শুক্রবার রয়েছে নাটকটির আরো দুটি প্রদর্শনী। সেগুনবাগিচার পাইয়োনিয়ার রোডে  অনুস্বর স্টুডিওতে বিকাল ৫ টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় শো দুটি অনুষ্ঠিত হবে। 

ব্রিটিশ নাট্যকার ডেভিড হেয়ারের ‘দ্য ভার্টিক্যাল আওয়ার’ নাটকটি ‘প্রলম্বিত প্রহর’ নামে ভাষান্তর করেছেন প্রফেসর আবদুস সেলিম। তার অনুমতি নিয়ে নাটকটি নিজের মতো করে সাইফ সুমন লিখেছেন বিবিধ শোক অথবা সুখ নামে। সাইফ সুমন বলেন, ‘যে শর্ত বা সিদ্ধান্ত দ্বারা মানুষের জৈবিক এবং সামাজিক জীবন পরিচালিত হয়, তাকে বলছি সম্পর্কের রাজনীতি। আমরা মানুষের মনস্তত্ত্ব নিয়ে কম ভাবি। শুধু দেশকে, সময়কে নাড়িয়ে দিতে চাই। জীবনের একটা সৌন্দর্য আছে, তেমনি সম্পর্কেরও সৌন্দর্য আছে। অসমবয়সী দুজন মানুষের সম্পর্কের অন্তর্গত সুর, তাদের মনের অন্তর্গত ঘটনাগুলোই উদ্দীপিত করতে চেয়েছি এই নাটকে।’

বিবিধ শোক অথবা সুখ নাটকে অভিনয় করেছেন ফৌজিয়া করিম অনু ও এস আর সম্পদ। মঞ্চ পরিকল্পনা করেছেন সাকিল সিদ্ধার্থ। আলো পরিকল্পক হিসেবে আছেন অম্লান বিশ্বাস। সংগীত করেছেন ইউসুফ হাসান অর্ক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App