×

বিনোদন

তাহসানের উপস্থাপনায় জমে উঠেছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০৮:৩৪ এএম

তাহসানের উপস্থাপনায় জমে উঠেছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’

‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ শো এর উপস্থাপনায় তাহসান। ছবি : সংগৃহীত

   

অপেক্ষার পালা শেষ করে গত ২৭ জানুয়ারি রাত সাড়ে ৯টায় সম্প্রচারিত হয়েছে বহুল প্রতীক্ষিত ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ এর প্রথম পর্ব। জনপ্রিয় অভিনেতা গায়ক তাহসানের উপস্থাপনায় শো-টি সম্প্রচারিত হচ্ছে বঙ্গ ও এনটিভি-তে। শুরুতেই জমে উঠেছে নতুন ধরনের এই শো।

সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বঙ্গ জানায়, দর্শকদের হাসি, প্রতিযোগিতা ও স্মরণীয় সব মুহুর্ত উপহার দিয়েছে অনুষ্ঠানটি। যারা বিভিন্ন কারণে এপিসোডটির সম্প্রচার দেখতে পারেননি, তারা বঙ্গ অ্যাপ ডাউনলোড করে সম্পূর্ণ বিনামূল্যে যেকোনো সময়ই দেখে নিতে পারবেন এই পর্বটি।

এই পর্বটিতে থাকা আড্ডা, রসিকতা ও পারিবারিক বন্ধনের দারুণ মিশেল দর্শকদের ভরপুর বিনোদন দেবে। আইকনিক এই অনুষ্ঠানটি বাংলাদেশি দর্শকদের জন্য পারিবারিক বিনোদনের এক নতুন যুগের সূচনা করেছে। দুর্দান্ত ও অপ্রত্যাশিত বেশ কিছু টুইস্টের পর, ফ্যামিলি ফিউড বাংলাদেশের প্রথম পর্বে বিজয়ের হাসি হেসেছে প্রাণোচ্ছ্বল সাইদ পরিবার, ও জিতে নিয়েছে এক লক্ষাধিক টাকা সমমানের পুরস্কার।

এই এপিসোডে বুদ্ধি ও কৌশলের লড়াইয়ে মুখোমুখি হয়েছে জাহান পরিবার ও সাইদ পরিবার, প্রতি পরিবারের হয়ে গেমে অংশ নিয়েছেন ৫ জন সদস্য। দুই পরিবারের সদস্যরা সিঙ্গেল মানি রাউন্ড, ডাবল মানি রাউন্ড ও ট্রিপল মানি রাউন্ড নামে মোট ৩ টি রাউন্ডে অংশ নিয়েছেন।

সবচেয়ে বেশি পয়েন্ট পেয়ে বিজয়ী হওয়া পরিবারটি পেয়েছে ‘ফাস্ট মানি’ নামে একটি বোনাস রাউন্ড খেলার সুযোগ, যেখানে ছিলো আরো বেশি পুরস্কার জিতে নেয়ার সুযোগ। এই গেম শো এর অসাধারণ ও ব্যতিক্রমধর্মী ফরম্যাট দর্শকদের উত্তেজনা তুঙ্গে পৌঁছে দিয়েছিলো। দারুণ মজার এই প্রশ্নগুলো এপিসোডটির দর্শকপ্রিয়তা বাড়িয়েছে।

আরো পড়ুন : এবার রেস্তোরাঁ উদ্বোধনে বাধার মুখে অপু বিশ্বাস

এপিসোডটির সবচেয়ে নাটকীয় মুহুর্তের একটি ছিলো ট্রিপল মানি রাউন্ড, যেখানে দুই পরিবারকে প্রশ্ন করা হয়- ‘এমন একটি প্রাণীর নাম বলুন যা আপনাকে জীবন্ত খেয়ে ফেলতে পারবে?’ প্রশ্নটি শুনতে খুব সহজ শোনালেও, এর সেরা উত্তরগুলো খুঁজতে দুই পরিবারকে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে। খুব সহজ এই প্রশ্ন মুহুর্তেই খেলার পুরো মোড় ঘুরিয়ে দিয়েছে। প্রতিটি ভুল উত্তর খেলার সাসপেন্স বাড়িয়ে দিচ্ছিল অনেকগুণ।

‘ফাস্ট মানি’ নামের বোনাস রাউন্ডটিও উত্তেজনা ও নাটকীয়তার মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছিল। সাইদ পরিবারের একজন প্রতিযোগী খুব দ্রুত দারুণ কিছু উত্তর দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন, সঙ্গে রাউন্ডটিকেও নিজেদের করে নিয়েছেন।

এই পর্বের মাধ্যমে দীর্ঘদিন পর উপস্থাপক হিসেবে পর্দায় ফিরেছেন সবার প্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। তার চাঞ্চল্য ও উচ্ছ্বাস অনুষ্ঠানটিতে এনে দিয়েছে সতেজতার ছোঁয়া, দর্শকরা তাকে দেখেছেন সম্পূর্ণ নতুন রূপে। পর্দায় তার উপস্থিতি দর্শকদের হৃদয় ছুয়েছে। চতুর কথাবার্তা ও দুর্দান্ত রসিকতার মাধ্যমে তিনি এপিসোডটিতে প্রাণের সঞ্চার করেছেন। খুব সহজেই প্রতিযোগীদের সঙ্গে মিশেছেন তিনি, তাদের সঙ্গে মজা করেছেন অনায়াসে সবাইকে হাসিয়েছেন।

গেমের তীব্র টেনশনের মুহুর্তগুলোতেও তাহসান প্রতিযোগীদের ফুরফুরে মেজাজে থাকতে সাহায্য করেছেন। তার এই আন্তরিকতা ও মাধুর্য দীর্ঘদিন দর্শকদের মনে থাকবে। তাহসানের এই নতুন রূপ অনুষ্ঠানটির আবেদন আরো অনেকগুণ বাড়িয়ে দিয়েছে।

এই এপিসোডের বিজয়ী সাইদ পরিবার তাদের অর্জিত পয়েন্টের ওপর ভিত্তি করে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষ থেকে ২৩,৭০০ টাকার চেক, জয় সিনেমার পক্ষ থেকে পরিবারের ৫ জন সদস্যের জন্য বছরজুড়ে ১০ টি সিনেমার টিকেট ও ফ্রি পপকর্নের কম্বো প্যাক, ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় পরিবারের দুজনের জন্য স্টেকেশন, ও ফাস্ট মানি রাউন্ড জিতে সুন্দরার পক্ষ থেকে গিফট ভাউচার লাভ করেছে।

পরাজিত জাহান পরিবারকেও খালি হাতে ফিরতে হয়নি। খেলায় অর্জন করা পয়েন্টের ভিত্তিতে তারা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পিএলসির পক্ষ থেকে ২০,৭০০ টাকার চেক, ও সাজগোজের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার পেয়েছে।

ফ্যামিলি ফিউড বাংলাদেশের প্রথম সীজন পরিচালনা করেছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। যারা এখনো এই এপিসোডটি দেখার সুযোগ পাননি, তারা যেকোনো সময় বঙ্গ’তে সম্পূর্ণ বিনামূল্যে দেখে নিতে পারবেন এপিসোডটি।

এছাড়াও, প্রতি মঙ্গলবার দুপুর ১.৩০ মিনিটে এনটিভিতে সোমবারের পর্বটি পুনরায় সম্প্রচার করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App