×

বিনোদন

নতুন সিনেমায় পারিশ্রমিকে রেকর্ড গড়লেন প্রিয়াঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৩ এএম

নতুন সিনেমায় পারিশ্রমিকে রেকর্ড গড়লেন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া

   

দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমা থেকে দূরে থাকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবার ফিরছেন দেশের পর্দায়। তাকে দেখা যাবে বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলির নতুন সিনেমায়। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে তার অংশগ্রহণ, আর এ সিনেমার জন্য তিনি পাচ্ছেন রেকর্ড পরিমাণ পারিশ্রমিক।

প্রিয়াঙ্কার রাজামৌলির সিনেমায় কাজ করতে কোনো আপত্তি ছিল না। তবে পারিশ্রমিকের অঙ্ক নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। বেশ কয়েক দফা আলোচনার পর শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছানো গেছে। ‘দেশি গার্ল’ খ্যাত প্রিয়াঙ্কা চোপড়াকে এর আগে হলিউডের সিনেমা ও সিরিজে দেখা গেলেও দেশি সিনেমায় তার অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবার নতুন এই প্রজেক্টে তার ফিরে আসা নিয়ে ভক্তদের মধ্যে দেখা দিয়েছে নতুন উন্মাদনা।

ভারতীয় গণমাধ্যম পিংকভিলাকে সিনেমার সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, রাজামৌলির নাম ঠিক না হওয়া সিনেমার জন্য ৩০ কোটি রুপি বা ৪২ কোটি টাকা পাচ্ছেন প্রিয়াঙ্কা! রাজামৌলির অন্য কোনো সিনেমার নায়িকা আগে এত পারিশ্রমিক পাননি। হিন্দি সিনেমার নায়িকাদের যা পারিশ্রমিক হয়, এটা তারও প্রায় দ্বিগুণ। যদিও সিনেমাটিতে কারা অভিনয় করবেন, সেটা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

এর আগে জানা গেছে, ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল ছবিটি উপহার দিতে চলেছেন পরিচালক এস এস রাজামৌলি। তার এই ছবিতে আছেন দক্ষিণি তারকা মহেশ বাবু। ছবির বাজেট এক হাজার কোটি রুপি! জঙ্গলে অ্যাডভেঞ্চার ঘিরে নির্মিত এ ছবিটিকে ঘিরে সিনেমাপ্রেমীরা এখন থেকেই রোমাঞ্চিত।

জানা গেছে, রাজামৌলি তাঁর ‘বাহুবলী’ ছবির মতো এ ছবিটিকেও দুটি পর্বে আনতে চলেছেন। মহেশ বাবুর এই ছবির প্রথম পর্ব ২০২৭ সালে, আর দ্বিতীয় পর্ব ২০২৯ সালে মুক্তি পাবে বলে জানা গেছে। ছবির গল্প লেখার কাজ প্রায় শেষ হয়ে গেছে। শোনা যাচ্ছে চলতি বছর এপ্রিলেই রাজামৌলি এই ছবির শুটিং শুরু করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App