সালমান খানকে কটাক্ষ: অশ্নীরকে তুলোধোনা উরফির

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৯ এএম

ছবি: সংগৃহীত
বিগ বস ১৮-এর মঞ্চে সালমান খান ও উদ্যোগপতি অশ্নীর গ্রোভারের মধ্যে তীব্র কথার লড়াই যেন এখনো শেষ হয়নি। সেখানেই সালমানের মুখোমুখি হয়ে চুপচাপ দাঁড়িয়ে ছিলেন অশ্নীর, মুখে বিশেষ কোনো জবাব ছিল না। তবে শো শেষ হওয়ার পর যেন ১৮০ ডিগ্রি ঘুরে গেছেন অশ্নীর, এবার এক ভিডিও বার্তায় সালমানের নাম না নিয়ে কড়া সুরে কথা বলেছেন তিনি।
বিতর্কের সূচনা হয় একটি ভিডিওকে ঘিরে, যেখানে অশ্নীর দাবি করেছিলেন, সালমান খান নাকি তার সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। সালমান প্রথমে সাড়ে ৭ কোটি টাকা পারিশ্রমিক চাইলেও পরে অশ্নীরের কথায় তা কমিয়ে সাড়ে ৪ কোটি টাকায় রাজি হন। তবে বিগ বস ১৮-এর মঞ্চে সালমান খান সাফ জানিয়ে দেন, তিনি অশ্নীরের নামই শোনেননি, দেখা তো দূরের কথা! এই মন্তব্যের সময় অশ্নীরের কোনো প্রতিক্রিয়া প্রকাশ পায়নি।
কিন্তু শো শেষের পর নিজের ভিডিও বার্তায় অশ্নীর বলেন, অকারণে আমার সঙ্গে ঝামেলা করে প্রতিযোগিতা শুরু করেছে। আমি তো ভদ্রভাবে গিয়েছিলাম ‘বিগ বস ১৮’-এ, ওরাই আমাকে ডেকেছিল। নাটক করার জন্য বলে দিল, ‘আপনার সঙ্গে তো দেখাই হয়নি কখনো, আপনার নামও জানি না।’ আরে, নাম না জানলে আমাকে ডাকলে কেন?
এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সরাসরি অশ্নীরকে আক্রমণ করেছেন উরফি জাভেদ। তিনি বলেন, এই কথাগুলো শুধু সালমানের সামনে দাঁড়িয়ে বলে দেখাক। এই লোকটা হবে সালমানের প্রতিযোগী? উরফির মন্তব্যে সমর্থন জানিয়েছেন অনেক নেটিজেন। একজন মন্তব্য করেছেন, এই কথাগুলো সেই দিন মঞ্চে দাঁড়িয়ে বলতে পারলেন না কেন? সে দিন তো মুখ দিয়ে শব্দ বেরোচ্ছিল না। একেই বলে দ্বিচারিতা।
এই বিতর্কে নতুন করে উত্তাপ ছড়িয়েছে, যেখানে সালমান, অশ্নীর, এবং উরফি—তিনজনের মন্তব্য নিয়েই সরগরম নেটদুনিয়া। এখন দেখার বিষয়, সালমান খান কি এই বিতর্কে আরেকবার প্রতিক্রিয়া জানান কিনা।