সাইফ কাণ্ডে নতুন তথ্য প্রকাশ করল মুম্বাই পুলিশ

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৭ পিএম
-67a4797454739.jpg)
ছবি: সংগৃহীত
সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত শরিফুল ইসলাম শাহজাদের সনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হল। মুম্বাই পুলিশ জানিয়েছে, গতকাল মুম্বাইয়ের আরথার রোড জেল-এ এই সনাক্তকরণ করা হয়েছে। তদন্তকারী পুলিশ কর্মকর্তার দাবি, শরিফুলই যে সে রাতে সাইফের বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢুকেছিলেন তার প্রমাণ তাঁদের কাছে রয়েছে। সিসি ক্যামেরার ফুটেজের সঙ্গে তাঁর মুখের মিল ইতিমধ্যেই প্রমাণ হয়েছে ‘ফেশিয়াল রিকগনিশন টেস্ট’-এ। এ দিন সাক্ষীরাও শরিফুলকে সনাক্ত করেছেন।
জানা গিয়েছে, আদালতের নির্দেশ অনুসারে গতকাল আরথার রোড সংশোধনাগারের সিনিয়র জেলরের কার্যালয়ে একজন তহশিলদারের উপস্থিতিতে সনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের বাড়ির সহায়ক কর্মী আরিয়ামা ফিলিপ এবং জেহ্-র দেখভালের দায়িত্বপ্রাপ্ত জুনু। এই দুই নারী সে রাতে শরিফুলকে দেখেছিলেন জেহ্-র ঘরের বাইরে। তাঁদের সামনেই সাইফের উপর হামলা চালান শরিফুল।
এর আগে গত ৩১ জানুয়ারি, মুম্বাই পুলিশ শরিফুলের ‘ফেশিয়াল রিকগনিশন টেস্ট’ করিয়েছে। যাতে বোঝা গিয়েছে, সাইফের আবাসনের সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ব্যক্তি ও ধৃত শরিফুল একই ব্যক্তি। মুম্বাই পুলিশের এক কর্মকর্তা এই পরীক্ষা সফল হওয়ার বিষয়টি জানিয়েছেন। মুম্বাই পুলিশের দাবি, তাঁরা শরিফুলের বিরুদ্ধে নানা প্রমাণ পেয়েছে।
গত ১৬ জানুয়ারি ভোরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে রক্তাক্ত অবস্থায় ভর্তি করানো হয় বলিউড অভিনেতা সাইফ আলী খানকে। জানা যায়, নিজের বাড়িতে চুরি আটকাতে গিয়ে ছুরিকাহত হয়েছেন তিনি। ১৮ জানুয়ারি ঠাণের এক শ্রমিক বসতি থেকে শরিফুলকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ।