১৭ বছরেই দুই সন্তানের মা, ১৮ তে বিচ্ছেদ— ঘরবন্দি থাকতেন অভিনেত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৪ পিএম

ঊর্বশী ঢোলাকিয়া
‘কসৌটি জিন্দেগি কে’ ধারাবাহিকের খলচরিত্র কমলিকা বসু হিসেবে এখনো দর্শকদের মনে আছেন ঊর্বশী ঢোলাকিয়া। পর্দায় তিনি ছিলেন ষড়যন্ত্রকারী, কিন্তু বাস্তব জীবনে নিজেই হয়েছেন চরম সংগ্রামের প্রতীক। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের কঠিন সময়ের কথা শেয়ার করেছেন এই অভিনেত্রী।
ঊর্বশী জানান, মাত্র ১৬ বছর বয়সে পরিবারের অমতে বিয়ে করেছিলেন। তখনও স্কুলের গণ্ডি পেরোননি। এক বছর পর মাত্র ১৭ বছর বয়সে দুই সন্তানের মা হন তিনি। কিন্তু বিয়ের পর থেকেই মানসিক নির্যাতনের শিকার হন, যা সহ্য করতে না পেরে মাত্র এক বছরের মাথায় বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। তখন তার বয়স মাত্র ১৮ বছর। অল্প বয়সেই একক মাতৃত্বের চ্যালেঞ্জ নেয়া সহজ ছিল না।
তিনি বলেন, বিচ্ছেদ সবসময়ই বেদনাদায়ক। কখনো কখনো মানসিক যন্ত্রণা এত বেড়ে যেত যে নিজেকে এক মাস ঘরবন্দি করে রাখতাম। কারো সঙ্গে কথা বলতাম না, শুধু ভাবতাম কেন এমন হলো। তবে এই কঠিন সময়ে তার বাবা-মা ছিলেন সবচেয়ে বড় শক্তি।
ঊর্বশী বলেন, আমার বয়স খুবই কম ছিল। যদি বাবা-মা আমার পাশে না থাকতেন, জানি না আমি কী করতাম। সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তান সাগর ও ক্ষিতীশকে মানুষ করেছেন ঊর্বশী। তারা কি কখনো বাবার কথা জানতে চেয়েছে? এই প্রশ্নে ঊর্বশীর সাফ জবাব, না, ওরা পরিষ্কার বলে দিয়েছে যে এ বিষয়ে কোনো কথা জানতে চায় না।