আমি এবং গোবিন্দ আলাদা থাকি: সুনীতা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০২ এএম

ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা জানিয়েছেন, বর্তমানে তিনি এবং গোবিন্দ আলাদা থাকছেন। সন্তানদের নিয়ে থাকেন সুনীতা। সেই বাড়ির বিপরীতে একটি বাংলোতে একা থাকেন গোবিন্দ। প্রতিদিনের কাজ সেরে বাড়ি ফিরে অভিনেতা নাকি বন্ধুদের সঙ্গে আড্ডায় ব্যস্ত থাকেন। যদিও এক সময় খ্যাতি হারানোর ভয়ে এই স্ত্রীকে লুকিয়ে রেখেছিলেন গোবিন্দ।
স্বামীকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেন সুনীতা। গোবিন্দ তার স্ত্রীকে নিজের দ্বিতীয় বিয়ের সম্ভাবনা নিয়ে আগাম সর্তকও করে রেখেছিলেন। সহ-অভিনেত্রী দিব্যা ভারতীকে বড্ড বেশি পছন্দ করতেন গোবিন্দ। এক সময় বলেছিলেন, ‘দিব্যা এমন লাস্যময়ী যে ওকে দেখে সামলানো যায় না নিজেকে। একজন পুরুষ যা চায় সব গুণ আছে ওর।’
তেলুগু ছবিতে দাগ্গুবাতি ভেঙ্কটেশের বিপরীতে অভিনয়ের শুরু। প্রথম হিন্দি ছবি ‘বিশ্বাত্মা’। ‘শোলা অউর শবনম’, ‘দিওয়ানা’ সাফল্যের চূড়ায় পৌঁছে দেয়। ‘শোলা অউর শবনম’-এ অভিনয়ের সময় গোবিন্দের সঙ্গে আলাপ।
তাদের মধ্যে সম্পর্কও গড়ে উঠেছিল। দিব্যা সম্পর্কে গোবিন্দ বলেছিলেন, ‘দিব্যাকে আমার ভালো লাগে। এত মোহময়ী যে তার সামনে পুরুষেরা নিজেদের সামলাতে পারে না। আমি জানি এটা শুনে আমার স্ত্রী খুব দুঃখ পাবে। কিন্তু দিব্যার মোহে পা দিইনি আমি এখনো। নিজেকে এখনও আটকে রেখেছি।’
তবে সেই সাক্ষাৎকারে গোবিন্দ জানান, তার কুষ্ঠিতে রয়েছে দ্বিতীয় বিয়ের যোগ। অভিনেতা নাকি তার স্ত্রীকে আগাম সর্তক করে রেখেছিলেন, যেকোনো সময় তিনি কারো প্রেমে পড়তে পারেন। বিয়েও হতে পারে। তার স্ত্রীকে যেকোনো অবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে।