সালমানের দুই ভাইয়ের নামে এফআইআর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২১, ০৬:০৩ পিএম



গত ২৫ ডিসেম্বর দুবাই থেকে মুম্বাইতে ফেরেন আরবাজ খান, সোহেল খান এবং নির্ভান। মুম্বাইতে ফেরার পর শহরের একটি বিলাসবহুল হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয় আরবাজ খান, সোহেল খান এবং নির্ভান খানকে। করোনাবিধি আরোপ থাকায় দুবাই থেকে মুম্বাইয়ে ফেরার পরই এই তিন জনকে ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানানো হয়েছিল। কিন্তু সেই আইন তারা মানেননি।
দুবাই থেকে ফেরার পরদিনই তারা চলে যান সালমন খানের পানভেলের বাগান বাড়িতে। ফলে সালমনের দুই ভাই এবং ভাইপোর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় দায়ের করা হয়েছে এফআইআর। মুম্বাই পৌর কর্পোরেশনের তরফে ওই ৩ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সেই মোতাবেক সোহেল খান, আরবাজ খান এবং নির্ভান খানকে মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে কোয়রেন্টাইন করা হয়। পাশাপাশি আরবাজ খান, সোহেল খান এবং নির্ভানের মধ্যে করোনা ভাইরাসের কোনো উপসর্গ রয়েছে কি না, সে বিষয়ে খোঁজ চালানো হচ্ছে এবং টি-পিসিআর পরীক্ষা করা হবে।