‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ পাচ্ছেন রজনীকান্ত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২১, ১২:৪৯ পিএম

ফাইল ছবি
ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণার পরই একাংশের সমালোচনার মুখে পরেন দক্ষিণের এই সুপারস্টার। ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ পাচ্ছেন ‘থালাইভা’রজনীকান্ত । বুধবার (৩১ মার্চ) এই খবর ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। অভিনেতা, প্রযোজক এবং চিত্রনাট্যকার হিসেবে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে তার অবদানের জন্য দাক্ষিণের এ সুপারস্টারকে এই সম্মান দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রী। সংবাদ দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেসের।
মোদী-মন্ত্রীসভার তরফ থেকে দাদাসাহেব ফালকে পুরস্কার ঘোষণা করার পরই, সামাজিক যোগাযোগ মাধ্যমে একাংশ ‘থালাইভা’ কে কটাক্ষ করেন। অভিযোগ তোলেন, ‘পাশা পাল্টে’ রজনীর রাজনীতিতে নাম না লেখানোর প্রসঙ্গ। সেই প্রেক্ষিতেই প্রশ্ন ওঠে যে, দাদাসাহেব ফালকে কি দাক্ষিণের ভোটে রজনীকান্তের না লড়ার পুরস্কার?
দাদাসাহেব ফালকে পুরস্কার গত বছরই ঘোষণা হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা হয়ে ওঠেনি। অন্যদিকে, রজনীকান্তেরও গতবছর শেষেরদিকে সক্রিয় রাজনীতিতে নামার কথা ছিল। কিন্তু শেষবেলায় হঠাৎ-ই মতবদল করেন তিনি! সেই সমীকরণও খুঁজছেন সমালোচকরা।