কলকাতায় মিথিলার পূজা স্পেশ্যাল ফটোশুট

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪০ পিএম

অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা

এদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা বর্তমানে ওপার বাংলাতেও বেশ জনপ্রিয়। ইতোমধ্যে কলকাতার দুটো সিনেমার কাজ সেরেছেন তিনি। মূলত নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের বন্ধনে জড়ানোর পর থেকেই ওপারে নামডাক বেড়েছে মিথিলার।
সম্প্রতি ওদেশের বেশ কয়েকটি গণমাধ্যমের ফটোশুটে অংশ নিয়েছেন মিথিলা। যেখানে তাকে চেনা ছক ভেঙে লাস্যময়ী রূপে দেখা গেছে। ক’দিন পরই আসছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজা। আর পূজা মানেই নিজেকে নতুনভাবে সাজানো।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের পূজা স্পেশ্যাল একটি ফটোশুটে এবার বাঙালি শাড়ির বদলে অন্য ‘লুক’-এ ধরা দিয়েছেন তিনি। যেখানে চেনা মিথিলাকে পাওয়া গেছে একদম অচেনা লুকে। কখনও গাউন আবার কখনও শর্টস পরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন মিথিলা। সৃজিত মুখোপাধ্যয়ের কলকাতার বাড়ি ও স্টুডিওতেই ক্যামেরার সামনে ধরা দেন তিনি।