×

বিনোদন

নুসরাতকে সিঁদুর পরিয়ে ‘বিয়ে’ করলেন যশ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৩ এএম

নুসরাতকে সিঁদুর পরিয়ে ‘বিয়ে’ করলেন যশ!

ছবি: সংগৃহীত

নুসরাতকে সিঁদুর পরিয়ে ‘বিয়ে’ করলেন যশ!
   
শুক্রবার বিশ্বকর্মা পুজোয় এনা সাহার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নুসরাত জাহান এবং যশ দাশগুপ্ত। নুসরাতের মাথায় ছিল লাল রঙা সিঁদুর। তবে কি ‘যশরত’ চুপি চুপি বিয়ে সেরে ফেললেন? নুসরাতের সন্তানের পিতৃপরিচয় জানা গেলেও, তাদের বিয়ে নিয়ে কোনও খবর পাওয়া যায়নি। তবে এ বার যে যশ ‘বিয়ে’ করেছেন, তার প্রমাণ হাতে গরম। কী করলেন তিনি? সিঁদুর পরালেন, গালে সিঁদুর মাখালেন। এ বার প্রশ্ন, পাত্রী কে? কাকে সিঁদুর পরালেন যশ? খবর আনন্দবাজার পত্রিকার। পাত্রী নন, পাত্র। ইউটিউবার স্যান্ডি সাহা। জনসমক্ষে স্যান্ডিকে কপালে সিঁদুর পরালেন ঈশান-জনক। ফেসবুক এবং ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করলেন ইউটিউবার। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, স্যান্ডি যশের দিকে কপাল এগিয়ে দিলেন। যশ গেরুয়া রঙের সিঁদুর মোটা করে স্যান্ডির মাথায় পরিয়ে দিলেন। স্যান্ডি লজ্জা পেয়ে গেলেন। যশ স্যান্ডির দিকে তাকিয়ে মিষ্টি করে হাসতে লাগলেন। কয়েক মুহূর্ত পর সেই সিঁদুরই স্যান্ডির গালে মাখিয়ে দিলেন নুসরাতের সঙ্গী। স্যান্ডি বললেন, ‘‘যশ যদি কেবল ভিডিওর জন্য আমায় মাথায় সিঁদুর পরায়, তাতেও আমি নিজেকে তার স্ত্রী-ই মনে করি। গত পরশু আমাদের বিয়ে হয়েছে।’’ আর তাই জন্য ভিডিওর সঙ্গে স্যান্ডি লিখলেন, ‘আজ আমার হিন্দু মতে বিয়ে হল, আজ থেকে আমি ইয়াশ পত্নী ইয়াশিকা। অবশেষে তার প্রেমের রং আমার সিঁথিতে রাঙিয়ে দিয়ে আমাকে ইয়াশিকা করে রাখল।’ স্যান্ডি জানালেন, নুসরাতের সঙ্গে তার কথা হয়েছে। এমনকী স্যান্ডিকে নাকি তিনি তার সদ্যোজাত ঈশানের সৎ মা হিসেবে মেনে নিয়েছেন। কিন্তু সমগ্র কথোপকথন স্যান্ডি এখনই প্রকাশ করতে পারবেন না বলে জানালেন। তবে কথা দিলেন, দু’দিনের মধ্যে তার অনুরাগীরা বাকিটাও জানতে পারবেন। স্যান্ডির কথায়, ‘‘যশ তো বিজেপি সমর্থক, তাই আমি গেরুয়া রঙের সিঁদুর নিয়ে গিয়েছিলাম। সেই রং-ই এখন আমার কপালে। তিনি যদি কোনও দিন রং বদলান, তবে আমার কপালের সিঁদুরের রং-ও পাল্টে যাবে।’’ এ ভাবেই নতুন ভিডিও বানালেন ইউটিউবার। জানালেন, যশ অন্যান্য টলি-নায়কদের থেকে আলাদা। তিনি সব কিছুকেই মজার ছলে নিতে পারেন। তাই এমন ভিডিওয় আত্মপ্রকাশ করতে তার কোনও সমস্যা হয়নি। নুসরাতের প্রসঙ্গে স্যান্ডি বললেন, ‘‘নুসরাতও খুবই মজার মানুষ। আমার সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। কিন্তু সে সব এখন জানাতে পারব না। তার জন্য আর কয়েক দিন অপেক্ষা করতে হবে।’’
 
View this post on Instagram
 

A post shared by Nusrat (@nusratchirps)

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App