×

ইউরোপ

তুরস্কে নিরাপদে আছেন বাংলাদেশিরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ১০:৩৮ পিএম

তুরস্কে নিরাপদে আছেন বাংলাদেশিরা

ছবি: সংগৃহীত

   

তুরস্কের পর্যটনকেন্দ্র ইস্তিকলাল অ্যাভিনিউতে বিস্ফোরণের ঘটনায় হতাহত হয়েছেন ১৫ জন। তবে কোনও বাংলাদেশি হতাহত হয়নি। রবিবার (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ নূরে-আলম।

তিনি বলেন, ‘এখানে কয়েক হাজার বাংলাদেশির বসবাস। কিছু পর্যটক সবসময় থাকে। তবে আমরা এখন পর্যন্ত কোনও বাংলাদেশির হতাহতের খবর পাইনি।’

প্রসঙ্গত, তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ব্যস্ততম ইস্তিকলাল অ্যাভিনিউতে হঠাৎ করে রহস্যজনক বিস্ফোরণে এতে চারজন নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা প্রতিবেদনে বলা হয়।

এতে বলা হয়, প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, এরই মধ্যে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাকস ও পুলিশ পৌঁছেছে। তবে কী কারণে বিস্ফোরণের ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বলেছেন, দোকানপাট ও রাস্তাটি এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, রাস্তাটিতে সব সময় পর্যটক ও স্থানীয়দের ব্যাপক সমাগম থাকে। রয়েছে প্রচুর দোকান ও রেস্তোরাঁ। ধারণা করা হচ্ছে এটি একটি আত্মঘাতী বোমা হামলা। তবে এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

এর আগে ২০১৫ ও ২০১৭ এর মধ্যে আইএস ও নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি এর সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলো প্রায় তুরস্কে মারাত্মক বোমা হামলা চালিয়ে আসছে। তবে হঠাৎ করে রহস্যজনক বিস্ফোরণ কারা ঘটিয়েছে তা কেউ দায় স্বীকার করেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App