বলিউড সিনেমা নিয়ে যা বললেন পুতিন

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০১:৩৭ পিএম

ছবি: সংগৃহীত
'বলিউড' সিনেমার প্রশংসা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ভারতীয় চলচ্চিত্রগুলো আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয়। শুক্রবার ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে এক ব্রিফিংয়ে দেশে চলচ্চিত্রের শুটিংয়ের জন্য প্রণোদনা দেবেন কিনা জানতে চাইলে রাশিয়ার প্রেসিডেন্ট এ কথা বলেন। খবর: এনডিটিভির।
পুতিন বলেন, আমরা যদি ব্রিকস সদস্য দেশগুলোর দিকে তাকাই, আমার মনে হয় অধিকাংশ দেশে ভারতীয় চলচ্চিত্র সবচেয়ে বেশি জনপ্রিয়। আমাদের একটি বিশেষ টিভি চ্যানেল আছে। তিনি বলেন, ভারতীয় চলচ্চিত্রের প্রতি আমাদের অনেক আগ্রহ রয়েছে, আমরা কিছু কমন গ্রাউন্ড খুঁজে বের করব এবং সেগুলোকে রাশিয়ায় উন্নীত করার একটা ভালো উদ্যোগ হবে, আমি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে প্রস্তুত। আশা করি কোনো অসুবিধা হবে না।
তিনি আরও বলেন, আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই প্রস্তাবের বিষয়ে কথা বলব এবং আমার বিশ্বাস যে দুজন একটি চুক্তিতে পৌঁছাতে পারব। পুতিন বলেন, ভারতের প্রধানমন্ত্রী কাজানে এলে তার সঙ্গে কথা বলব। আমি নিশ্চিত যে আমরা চুক্তিতে শতভাগ পৌছতে পারব।
রুশ প্রেসিডেন্ট বলেন, শুধু ভারতীয় চলচ্চিত্রই নয়, ব্রিকস দেশভূক্ত অভিনেতা, তাদের সংস্কৃতির প্রতিনিধিত্ব করে, যেমন- একজন ভারতীয় অভিনেতা, একজন চীনা এবং ইথিওপিয়ান অভিনেতাদের নিয়ে নাট্যশিল্পের অনুষ্ঠানের আয়োজন করব।