রাশিয়ার তেল সরবরাহে বাধা দেবে না ইউক্রেন

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০২:১২ পিএম

তেল ট্রানজিট বন্ধ করা হলে ক্ষতিগ্রস্ত দেশগুলো বিরোধ নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক আদালতে আবেদন করবে। ছবি : সংগৃহীত
ইউক্রেনের দ্রুজবা তেল পাইপলাইনের মাধ্যমে ইউরোপে রাশিয়ার তেল সরবরাহ বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডেনিস শমিগাল।
গত শুক্রবার (১০ জানুয়ারি) ইউক্রেনের পার্লামেন্টে বক্তৃতাকালে এ কথা বলে তিনি। খবর তাসের।
এসপ্রেসো টেলিভিশনের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী শমিগাল বলেছেন, দ্রুজবা তেল পাইপলাইন দিয়ে ইউরোপে রাশিয়ার তেল সরবরাহ বন্ধ করা হলে জ্বালানি চুক্তি এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইউক্রেনের অ্যাসোসিয়েশন সংক্রান্ত চুক্তি সরাসরি লঙ্ঘন হবে।
তিনি বলেন, এখানে মূল বিষয়টি চুক্তি লঙ্ঘন এবং কোনো জরিমানা এড়িয়ে চলা। প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ার তেল ট্রানজিটও দেশটির বিরুদ্ধে ইইউ নিষেধাজ্ঞার সঙ্গে সঙ্গতিপূর্ণ, যেখানে হাঙ্গেরি এবং স্লোভাকিয়ায় তেল সরবরাহের জন্য তাদের একটি নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে।
তিনি আরো বলেন, তেল ট্রানজিট বন্ধ করা হলে ক্ষতিগ্রস্ত দেশগুলো বিরোধ নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক আদালতে আবেদন করবে। এতে ইইউ থেকে ইউক্রেনের পাওয়া আর্থিক সহায়তা বন্ধ করে দেয়ার শঙ্কা রয়েছে।
আরো পড়ুন : পুতিন-ট্রাম্প বৈঠকের আয়োজক হতে চায় সুইজারল্যান্ড