×

ফ্যাশন

শখের নেলপলিশ কোন ভুলে উঠে যায়!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৪ পিএম

শখের নেলপলিশ কোন ভুলে উঠে যায়!

যেসব নিয়ম মানলে নখ থেকে উঠবে না নেলপলিশ। ছবি: সংগৃহীত

   

অনেকের অভিযোগ, নেলপলিশ পরার দু’দিন যেতে না যেতেই হাতের নখ থেকে তা উঠতে শুরু করে। এত ঘন ঘন নেলপলিশ তুলে আবার নতুন করে পরা বেশ ঝক্কির। তাই জেনে নিবো কোন উপায় অবলম্বন করলে, নেলপলিশ দীর্ঘস্থায়ী হতে পারে-

১. অনেকেই নেলপলিশ পরার সময় রং গাঢ় করার জন্য দুই থেকে তিন বার পরত দিচ্ছে। ভাবছেন দেখতে ভাল লাগবে, নখে অনেক দিন স্থায়ী হবে নেল পলিশ। তা কিন্তু মোটেই নয়, বরং একের বেশি পরলে নেলপলিশ দ্রুত উঠে যেতে পারে। সমস্যা সমাধানে এক বার এবং পাতলা করে নেলপলিশ পরুন।

২. নখে নেলপলিশ পরার পর তা ভালো ভাবে শুকিয়ে নেয়া জরুরি। অনেকেই তাড়াহুড়োয় নেলপালিশ শুকোতে ড্রায়ার ব্যবহার করেন। কিন্তু গরম হাওয়ায় তা ঠিকমতো শুকোয় না। তার চেয়ে বরং খোলা হাওয়ায় বা ফ্যানের হাওয়ায় নেলপালিশ শুকিয়ে নিন। এতে দীর্ঘস্থায়ী হবে।

৩. নখ থেকে নেল পলিশ উঠতে শুরু করলে দেখতে ভালো লাগে না। তার চেয়ে বরং ২-৩ দিন অন্তর একবার করে নেলপলিশ পরতে পারেন। ওই একই রং পরতে হবে কিন্তু। একটা পরতই যথেষ্ট। এতে নখের কোনো অংশ থেকে নেলপলিশ সামান্য উঠে গেলেও, খুঁত ঢেকে যাবে।

৪. দ্রুত নেলপলিশ উঠে যাওয়ার একটি বড় কারণ বেশি জল ঘাঁটা। ঘরের কাজ করতে গিয়ে বারবার হাত ধুতে হলে, নেলপলিশ দ্রুত উঠে যাবে খুব স্বাভাবিক। তাই বাসন মাজা হোক বা সবজি ধোয়া কিংবা ঘর মোছা, গ্লাভ্স ব্যবহার করলে চট করে নেলপালিশ নষ্ট হবে না।

৫. নখ দু’দিন অন্তর নেল ফাইলের সাহায্যে ঘষে নিলে সুন্দর থাকবে। পাশাপাশি নখ বৃদ্ধির ফলে যে অংশগুলো সাদা হয়ে যায়, সেগুলোও আর দৃশ্যমান হবে না।

আরো পড়ুন: চেহারায় বয়সের ছাপ কমানোর উপায়

আরো পড়ুন: যেভাবে বুঝবেন প্রেমিকা মিথ্যা বলছে!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App