সৌদি সুপার কাপের ফাইনাল আজ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৯:৫৩ এএম

আল হিলালের বিরুদ্ধে ফাইনালে মাঠে নামবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
সৌদি সুপার কাপের ফাইনালে আল নাসেরে হয়ে মাঠে নামবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। খেলবেন আল হিলালের বিরুদ্ধে। শনিবার (১৭ আগস্ট) রাত ৯টা ৪৫ মিনিটে খেলা শুরু হবে।
গত বুধবার রাতে প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে যেন ৩৯ বছর বয়সী এক তরুণের দেখা মিললো। মৌসুমের প্রথম ম্যাচেই গোল করে দুর্দান্ত শুরু করলেন আল নাসর তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি সুপার কাপে আল তাউন এফসিকে ২-০ গোলে হারিয়ে দলকে নিয়ে গেলেন ফাইনালে।
ইউরোতে বাজে পারফর্ম করে নিজেকেই যেন হারিয়েই ফেলেছিলেন রোনালদো। কিন্তু ক্লাবে ফিরলেন সেই চিরচেনা রোনালদো হিসেবেই। আল নাসরকে সৌদি সুপার কাপের ফাইনালে তুলতে গিয়ে নিজে গোল করলেন এবং অন্য গোলে করলেন অ্যাসিস্ট। সৌদি সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে আল নাসর কোনো সুযোগই দেয়নি আল তাউনকে।
আরো পড়ুন : ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন ফার্নান্দেস
ম্যাচের অষ্টম মিনিটে ইয়াহিয়া আহমেদের গোলে এগিয়ে যায় দলটি। বাঁ দিক থেকে সতীর্থের পাসে বক্সে ঠিকমতো পা ছোঁয়াতে পারেননি রোনালদো, তবে একটু পা ছুঁইয়েই বলের গতিপথ পাল্টে দেন। ফলে গোলের সুযোগ তৈরি হয়। রোনালদোর কাছ থেকে বল পেয়ে আল তাউনের জালে বল ঠেলে দেন ইয়াহিয়া। ১-০ গোলে এগিয়ে যায় আল নসর।
বিরতির পর ৫৭তম মিনিটে দলকে এগিয়ে দেয়ার সময় বক্সের খুব কাছ থেকে জোরালো শট নেন রোনালদো। স্কোর লাইন করেন ২-০। সেখান থেকে আর ফিরতে পারেনি আল তাউন। ক্লাব ফুটবলে এই নিয়ে টানা ২৩ মৌসুমে গোলের দেখা পেলেন রোনালদো। তার ক্যারিয়ার গোলসংখ্যা এখন ৮৯৬টি। গত মৌসুমে আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ৪৪ গোল করেছিলেন তিনি।