সমালোচকদের কড়া জবাব দিলেন রোনালদো

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৮ এএম

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো যখন ইউরোপের ক্লাব ছেড়ে মধ্যপ্রাচ্যে পাড়ি জমান, অনেকেই তখন তাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন। কিন্তু রোনালদোকে যে এত সহজে বাতিল করে দেয়া যায় না, সেটা মনে করিয়ে দিলেন ক্যারিয়ারে ৯০০ গোলের মাইলফলক পেরিয়ে। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে এখন পর্যন্ত ৮৫ ম্যাচ খেলে ৭৪ গোল করা এই তারকা ফুটবলার মুখেও জবাব দিলেন সমালোচকদের।
কাতার বিশ্বকাপের পরপরই রোনালদো যখন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল নাসরে নাম লেখান, তার সমালোচকেরা বারবার বলেছেন—ক্যারিয়ারের শেষবেলায় এসে শুধু অর্থের জন্যই মধ্যপ্রাচ্যে তুলনামূলক কম প্রতিদ্বন্দ্বিতাময় ফুটবলে নাম লিখিয়েছেন তিনি!
কিন্তু এই ৩৯ বছর বয়সেও রোনালদো দুর্দান্ত খেলে যাচ্ছেন। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে এখন পর্যন্ত তিনি করেছেন। তার জীবন নিয়ে নেটফ্লিক্সের বানানো তথ্যচিত্রের প্রচারণামূলক এক ভিডিওতে নিজের ফুরিয়ে না যাওয়ার বিষয়টি উল্লেখ করে সমালোচকদের একহাত নিয়েছেন রোনালদো।
সৌদি আরবে নিজের ফুটবলজীবন নিয়ে রোনালদো বলেছেন, আমি এখানে জিততে এসেছি। এসেছি লিগটাকে আরো ভালো করতে। আমি এখানে নিজের ছাপ রেখে যেতে চাই।
রোনালদো বলেন, তারা বলে, আমি শেষ, আমি এখানে শুধু অর্থের জন্য এসেছি...আমি এখনো খেলাটির প্রতি ভালোবাসা অনুভব করি। তারা এটা বিশ্বাস করে না, কিন্তু আমি এখানে জিততে এসেছি।
আরো পড়ুন : রোনালদোর ‘ইন্টারনেটে ঝড় তোলা’ অতিথির নাম প্রকাশ, হতাশ সমর্থকরা