×

ফুটবল

বার্সেলোনাকে হারিয়ে চমক দেখাল লেগানেস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৯ এএম

বার্সেলোনাকে হারিয়ে চমক দেখাল লেগানেস

চমক দেখাল লেগানেস

   

লা লিগায় রোববার রাতে নিজেদের মাঠে ১-০ গোলে হেরেছে বার্সেলোনা। ম‍্যাচের শুরুর দিকেই সের্হিও গনসালেসের গোল গড়ে দিয়েছে ব‍্যবধান।

নিজেদের একমাত্র ভালো সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে গেল লেগানেস। আক্রমণের বন‍্যায় তাদের ভাসিয়ে দিলেও আসল কাজ করতে পারল না বার্সেলোনা। অসংখ‍্য সুযোগ নষ্ট করে হেরেই গেল হান্সি ফ্লিকের দল।

লিগে ঘরের মাঠে টানা দুই ম‍্যাচে হারল বার্সেলোনা। এই ম‍্যাচের আগে লাস পালমাসের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল তারা।

৮০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন‍্য ২০ শট নিয়ে কেবল চারটি লক্ষ‍্যে রাখতে পারে বার্সেলোনা। অন‍্য দিকে লেগানেসর ৬ শটের চারটি ছিল লক্ষ‍্যে।

তৃতীয় মিনিটে প্রথম সুযোগ পায় লেগানেস। মুনির এল হাদ্দাদির শট ইনাকি পেনিয়ার বুকে লেগে পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। সেই কর্নার থেকেই এগিয়ে যায় সফরকারীরা। অস্কার রদ্রিগেসের কর্নারে অরক্ষিত সের্হিও গনসালেসের হেড জড়ায় জালে। কিছুই করার ছিল না বার্সেলোনা গোলরক্ষকের।

দশম মিনিটে নিজেদের প্রথম সুযোগ পায় বার্সেলোনা। রাফিনিয়ার ক্রসে খুব কাছ থেকে গোলের জন‍্য শট নেন রবের্ত লেভানদোভস্কি। দারুণ রিফ্লেক্সে হাঁটু দিয়ে ঠেকিয়ে দেন লেগানেস গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ।

সফরকারীদের প্রবল চাপে রেখে একের পর এক আক্রমণে রক্ষণের কঠিন পরীক্ষা নেয় বার্সেলোনা। বেশিরভাগ সময় এক অর্ধে ২১ জনের উপস্থিতিতে জায়গা বের করা খুব একটা সহজ ছিল না তাদের জন‍্য।

এর মধ‍্যেও ৩৩তম মিনিটে দারুণ সুযোগ পান রাফিনিয়া। আলেহান্দ্রো বাল্দের ক্রসে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে লেগে ব‍্যর্থ হয়। পরের মিনিটে দানি ওলমোর থ্রু বলে পেনাল্টি স্পটের কাছ থেকে লেভানদোভস্কির শট পা দিয়ে ঠেকিয়ে দেন দিমিত্রোভিচ।

যোগ করা সময়ে দুটি সুযোগ পেয়েছিল বার্সেলোনা। চতুর্থ মিনিটে বিপজ্জনক জায়গায় বল পেয়ে ঠিক মতো শট নিতে পারেননি ওলমো। ষষ্ঠ মিনিটে একটুর জন‍্য ঠিকানা খুঁজে পাননি ইয়ামাল।

দ্বিতীয়ার্ধে চাপ আরও বাড়ায় বার্সেলোনা। লেগানেস এতোটাই গভীরে গিয়ে রক্ষণ সামলাচ্ছিল যে, অনেকবারই মাঝমাঠে এসে সতীর্থদের বল বাড়িয়েছেন বার্সেলোনা গোলরক্ষক পেনিয়া।

৫২তম মিনিটে শট লক্ষ‍্যে রাখতে পারেননি জুল কুন্দে। ছয় মিনিট পর লেভানদোভস্কির হেড যায় ক্রসবারের উপর দিয়ে। ৬৯তম মিনিটে ইয়ামাল পারেননি শট লক্ষ‍্যে রাখতে। এর একটু পরে তার জায়গায় মাঠে আসেন গাভি।

৭৯তম মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন কুন্দে। ফেররান তরেসের ফ্লিকে বল পেয়ে বিস্ময়করভাবে বাইরে মারেন ফরাসি ফরোয়ার্ড।

শেষ দিকেও এসেছিল গোলের সুযোগ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফের্মিন লোপেসের শট গোললাইন থেকে ফিরিয়ে দেন লেগানেস একজন খেলোয়াড়।

১৮ ম‍্যাচে চতুর্থ হারের পরও ৩৮ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে বার্সেলোনা।

১৭ ম‍্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তাদের পেছনেই আছে আতলেতিকো মাদ্রিদ। সমান ম‍্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তিনে রেয়াল মাদ্রিদ। দুই ক্লাবেরই সুযোগ আছে বার্সেলোনাকে পেছনে ফেলার।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App