জামায়াত-শিবিরকে হুঁশিয়ারি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৫:৪৩ পিএম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ কথা বলেন তিনি।
মোজাম্মেল হক বলেন, বিএনপি-জামায়াতের উদ্দেশ্য ছিল ছাত্রদের আন্দোলনে ভর করে তাদের কাঁধে বন্দুক রেখে সরকারকে উৎখাত করা। তারা সফল হয়নি।
মন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার ঘটনায় এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। সরকার চায় আন্তর্জাতিক সংস্থাও আসুক, দেখুক কী নাশকতা হয়েছে।
তিনি বলেন, এক শ্রেণির বুদ্ধিজীবী এখন আবার তাতে পা দিয়েছে। অবৈধ সমাবেশ করলে পুলিশ তো বাধা দেবেই। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবেন আর সরকার তো বসে থাকবে না।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর অনুরোধে মানুষ চুপ করে আছে, সময়মতো জামায়াতকে জবাব দেয়া হবে। যে কোনো হত্যার বিচার করবে সরকার।
উল্লেখ্য, সন্ত্রাসবিরোধী আইনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আরো পড়ুন : জামায়াত-শিবিরকে মোকাবিলার প্রস্তুতি সরকারের রয়েছে: আইনমন্ত্রী