ড. ইউনূসের সঙ্গে হাত মেলানোর আহ্বান

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৮:১৫ পিএম

ছবি : ভোরের কাগজ
দেশকে দ্রুত এগিয়ে নিতে তার সাথে হাত মেলানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৮ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, আজ আমাদের জন্য একটি গৌরবময় দিন। তারা (ছাত্ররা) এই দেশকে রক্ষা করেছে এবং পুনর্জন্ম দিয়েছে। এখন আমাদের ব্রত হল নতুন বাংলাদেশকে দ্রুত এগিয়ে নেয়া।
ছাত্র-গণঅভ্যুত্থানকে দেশের দ্বিতীয় স্বাধীনতা অভিহিত করে তিনি বলেন, বাংলাদেশ আজ নতুন বিজয় দিবস তৈরি করেছে। সেই জয়কে সামনে রেখে আমাদের আরো শক্তি নিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের এটি রক্ষা করতে হবে।
যেসব তরুণ এ পরিবর্তন সম্ভব করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. ইউনূস। আবু সাঈদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, তার ভাবমূর্তি সবার হৃদয়ে গেঁথে আছে। বন্দুকের সামনে দাঁড়িয়ে তিনি যে অবিশ্বাস্য সাহসিকতা দেখিয়েছিলেন তা কেউ ভুলতে পারবে না। এর পরে কোনো যুবক, পুরুষ বা মহিলা আর ভয় পায়নি।
এই বিজয় রক্ষায় জনগণের প্রতি আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, এই স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে। অন্যথায় এই স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে।
আরো পড়ুন : দেশের বিভিন্ন জায়গায় হামলা-আক্রমণ নিয়ে যে দাবি করলেন ড. ইউনূস
তিনি বলেন, পুরো দেশ একটি বড় পরিবার। আমরা একসাথে চলতে চাই। আমরা সকল বৈষম্য ও দ্বন্দ্ব পরিহার করতে চাই। যারা লাইনচ্যুত হয়েছে আমরা তাদের ফিরিয়ে আনতে চাই, যাতে আমরা একসাথে কাজ করতে পারি।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, সংখ্যালঘু গোষ্ঠীসহ অনেকেই হামলার শিকার হচ্ছে এবং বিভিন্ন অফিস-প্রতিষ্ঠান ভাংচুর করা হচ্ছে, যা ষড়যন্ত্রের অংশ। এগুলি আমাদের কাজ নয়। আমাদের দায়িত্ব সবাইকে রক্ষা করা।
জনগণকে তার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা যদি আমার প্রতি আস্থা রাখেন, তাহলে আপনাদেরকে নিশ্চিত করতে হবে যে, দেশের কোথাও কেউ হামলার শিকার হবেন না। এটাই আমাদের প্রথম দায়িত্ব। আমার কথা না শুনলে, আমার এখানে কোনো দরকার নেই এবং আমি যা করছি আমাকে তা করতে দিন এবং আমার কাজে ব্যস্ত থাকতে দিন।