এনএসআইয়ের নতুন মহাপরিচালক হলেন মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০১:৪৫ পিএম

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) নতুন মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) নতুন মহাপরিচালক হচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ। মঙ্গলবার (১৩ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে এনএসআইয়ের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়াও মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে কমান্ড্যান্ট ডিএসসিএসসি এবং মেজর জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরানকে কমান্ড্যান্ট বিএমএ হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকারের বিভিন্ন দপ্তরের গুরুত্ব পদের রদবদল শুরু হয়েছে। ইতোমধ্যে নতুন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন মেজর জেনারেল মো. ফয়জুর রহমান।
আরো পড়ুন : ডিজিএফআইয়ের নতুন ডিজি কে এই ফয়জুর রহমান?