পুলিশকে নিয়ে যে মন্তব্য করলেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১০:১৯ পিএম

ছবি : সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, অভ্যুত্থান দমনে ছাত্র-জনতার বিরুদ্ধে পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) দুপুরে নগরীর দামপাড়ায় বিভাগীয় পুলিশ লাইনস হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বলেন, এখন আবার অনেক জায়গায় জনগণ পুলিশকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। এ ধারা অব্যাহত থাকুক। সবাইকে নিয়ে আমরা একটি বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।
ফারুক-ই-আজম বলেন, আন্দোলনে আহত সবাইকে সুচিকিৎসা দেয়া এবং নিহতদের পরিবারকে পুনর্বাসনের বিষয়ে সরকারের পরিকল্পনা আছে। আন্দোলনের সব দলিল রচনা করা হচ্ছে, পুরো আন্দোলনকে আর্কাইভ করা হবে।
আরো পড়ুন : চলমান প্রকল্প নিয়ে কঠোর বার্তা দিলেন পরিকল্পনা উপদেষ্টা
এসময় চিকিৎসাধীন পুলিশ সদস্যদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এ উপদেষ্টা। প্রয়োজনে আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর কথাও জানান তিনি।
তিনি বলেন, ছাত্ররা শুধু আমাদের অনুপ্রাণিত করেনি, বরং আমাদের আশপাশের দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং মিয়ানমারসহ অনেক দেশকে আলোকিত করেছেন।
গণমাধ্যমের দলীয়করণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, গত ১৫ বছর ধরে টিভি দেখিনি। টিভি খুললেই সব মিথ্যার খবর। সে কারণে টিভি দেখতাম না। অন্যায়ের প্রতিবাদ মানুষ করবেই, এটাই তার সহজাত এবং সংবিধান প্রদত্ত অধিকার।
এসময় তার সঙ্গে নগর পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান উপস্থিত ছিলেন। পরে চট্টগ্রামের হাটহাজারী ফরহাদাবাদে বাবা-মায়ের কবর জিয়ারত করেন এ উপদেষ্টা।