হাছান-নওফেল-সাইফুজ্জামানসহ ৮৬৫ জনের বিরুদ্ধে মামলা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১১:১৭ পিএম

ছবি : সংগৃহীত
চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, গুলি ছোড়া, ককটেল বিস্ফোরণ ঘটানো এবং নারী শিক্ষার্থীদের গণধর্ষণের হুমকির অভিযোগে ২৬৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ উচ্চপর্যায়ের রাজনৈতিক নেতাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
মামলাটি সোমবার (৪ নভেম্বর) রাতে চট্টগ্রামের সদরঘাট থানায় দায়ের করেন লোহাগাড়া উপজেলার বাসিন্দা মোমেন হোসেন জয় নামের এক ব্যবসায়ী। তিনি অভিযোগ করেন, গত ৪ আগস্ট থেকে ৫ আগস্ট রাত ১০টা পর্যন্ত নগরীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়।
মামলার এজাহারে বলা হয়, আন্দোলনকারীদের ওপর বাঁশের লাঠি, লোহার রড দিয়ে হামলা করা হয় এবং তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এছাড়া, আন্দোলনে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের শ্লীলতাহানি ও অশ্লীল গালিগালজ করা হয় এবং তাদের গণধর্ষণের হুমকি দেওয়া হয়।
বিষয়টি নিয়ে সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রমিজ আহমদ বলেন, "এজাহারে ২৬৫ জনের নাম রয়েছে, এবং একাধিক সাবেক সংসদ সদস্যের নামও এতে অন্তর্ভুক্ত রয়েছে। মামলাটি গ্রহণ করা হয়েছে, তদন্ত চলছে।"
এদিকে, মামলায় অজ্ঞাত আরো ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। চট্টগ্রামে এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনটি ৪ আগস্ট শুরু হয়ে ৫ আগস্ট রাত পর্যন্ত চলেছিল। এই সময়ে আন্দোলনকারীরা বিভিন্ন দপ্তরে বৈষম্যের অবসান এবং সরকারের ভুল নীতি নিয়ে প্রতিবাদ জানাতে চাইছিলেন।