সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিস্তল উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৪:৪৮ পিএম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের লাইসেন্স করা পিস্তল রাজধানীর মনিপুরী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ডিসি মুহাম্মদ তালেবুর রহমান ভোরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অভিযান চালালে ওই এলাকার একটি জায়গা থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, এটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ব্যক্তিগত অস্ত্র, যা তার লাইসেন্সের আওতায় ছিল।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠতে থাকে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে মোট ১৮৮টি মামলা হয়েছে। এর মধ্যে বেশ কিছু হত্যা মামলা রয়েছে।
১ সেপ্টেম্বর তিনি ও তার স্ত্রীসহ ১০ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেই সঙ্গে গতকাল ৫ নভেম্বর, আদালত তার ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন।
আরো পড়ুন : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিস্তল উদ্ধার