উপদেষ্টা আসিফের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যে আলাপ হলো

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১০:২৯ পিএম

অলিম্পিক খেলায় খেলোয়ারদের ভালো করতে চীন-বাংলাদেশ একসঙ্গে কাজ করতে আগ্রহী। ছবি : সংগৃহীত
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন। সোমবার (১১ নভেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দপ্তরে তারা সাক্ষাৎ করেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ চীনের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন এবং ব্যবসায়িক সহযোগী। আমরা চীন থেকে আরো বেশি কারিগরি সহযোগিতা, বৈশ্বিক বিনিয়োগ, উদ্যোক্তা তৈরি এবং আর এম জি সেক্টরে বিনিয়োগের প্রত্যাশা করছি।
উপদেষ্টা বলেন, বাংলাদেশ একটি জনবহুল দেশ হওয়ার পরও অলিম্পিক খেলায় কোন স্বর্ণপদক অর্জন করতে পারিনি। অলিম্পিক খেলায় খেলোয়ারদের ভালো করতে চীন-বাংলাদেশ একসঙ্গে কাজ করতে আগ্রহী।
তিনি বলেন, আমরা দায়িত্বভার নেয়ার পরেই খেলার মান উন্নয়নে স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছি; যার কার্যক্রম চলমান। আমরা একটি স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা নিয়েছি যেখানে দেশের ৫৫টি ফেডারেশন একই জায়গায় তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে। এই প্রকল্পে আপনাদের কারিগরি এবং আর্থিক বিনিয়োগ কামনা করছি।
এ সময় চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন বলেন, আমরা চীন-বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই। তিনি বলেন, চীনের ক্রিকেট দলের উন্নয়নে বাংলাদেশের সহায়তা কামনা করছি।
আরো পড়ুন : নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান হয়নি: পরিবেশ উপদেষ্টা