রাজনৈতিকভাবে ব্যবহার হতে চায় না পুলিশ : আইজিপি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:১৪ পিএম

পুলিশের মনোবল বাড়ানোর কাজ চলমান রয়েছে। ছবি : সংগৃহীত
রাজনৈতিকভাবে ব্যবহার হতে চায় না পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে পুলিশ সদরদপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, আমিসহ আমার পুরো বাহিনীর দাবি পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধ করতে হবে। আশার বিষয় হলো পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধে পুলিশ সংস্কার কমিশন কাজ করছে।
অপর এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, পুলিশের মনোবল বাড়ানোর কাজ চলমান রয়েছে। এছাড়া পুলিশ সদরদপ্তর থেকে অবাধ তথ্যপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করার কথাও জানান তিনি।
৫ আগস্টের পর পুলিশ অত্যন্ত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে উল্লেখ করে মহাপরিদর্শক বলেন, এদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আমার প্রধান দায়িত্ব। পুলিশের মনোবল ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে কাজ চলছে।
তিনি বলেন, নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ না। যদি মামলার আসামি করা হয়, তাকে ধাওয়া করে গ্রেপ্তারে যাবো না। জনগণের সঙ্গে পুলিশকে বিনীয় আচরণ করতে হবে।সংস্কারের মাধ্যমে পুলিশকে জনবান্ধব করতে হবে।
তিনি বলেন, পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে জনবান্ধব পুলিশ বাহিনী হয়ে উঠবে বিশ্বাস আমার। অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করছে বলেও জানান পুলিশপ্রধান।৫ আগস্টের পর পুলিশ অত্যন্ত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে উল্লেখ করে মহাপরিদর্শক বলেন, এদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আমার প্রধান দায়িত্ব। পুলিশের মনোবল ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে কাজ চলছে।
তিনি বলেন, নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ না। যদি মামলার আসামি করা হয়, তাকে ধাওয়া করে গ্রেপ্তারে যাবো না। জনগণের সঙ্গে পুলিশকে বিনীয় আচরণ করতে হবে।সংস্কারের মাধ্যমে পুলিশকে জনবান্ধব করতে হবে।
তিনি আরো বলেন, পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে জনবান্ধব পুলিশ বাহিনী হয়ে উঠবে বিশ্বাস আমার। অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করছে বলেও জানান পুলিশপ্রধান।