মোদির পোস্টের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে ঢাকা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:২৪ এএম

পররাষ্ট্র উপদেষ্টা ড. তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত
১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক। মোদির পোস্টে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে বাংলাদেশের ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ নিয়ে কোনো তথ্য ছিল না, বরং ১৬ ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় হিসেবে দাবি করেছেন তিনি।
এ নিয়ে কয়েকজন উপদেষ্টা ব্যক্তি পর্যায়ে প্রতিক্রিয়া জানালেও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বক্তব্য আসেনি সরকারের তরফে। তবে পররাষ্ট্র উপদেষ্টা ড. তৌহিদ হোসেনের এক মন্তব্যে ইঙ্গিত মিলেছে, ভারতের প্রধানমন্ত্রীর ওই পোস্টের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে ঢাকা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মোদির পোস্টের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঢাকার অবস্থান ব্যাখ্যা করেন পররাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, উনি (নরেন্দ্র মোদি) উনার মতো একটা জিনিস বলেছেন। আমরাও আমাদের মতো বলবো। ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু আমাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বাইনেমে।
আরো পড়ুন : প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে বাংলাদেশে সংখ্যালঘু ‘নির্যাতনের’ বিচার চেয়ে বিক্ষোভ
এদিকে, মিয়ানমারের চলমান উত্তেজনাকর পরিস্থিতি পর্যালোচনা ও সংকট নিরসনে আয়োজিত আঞ্চলিক বৈঠকে যোগ দিতে বুধবার (১৮ ডিসেম্বর) থাইল্যান্ড যাচ্ছেন ড. তৌহিদ হোসেন। এ বিষয়ে তিনি বলেন, আমার থাইল্যান্ড সফরে মিয়ানমার নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হবে, আমাদের মূল এজেন্ডা হবে রোহিঙ্গাদের নিরাপত্তা ও অধিকারের সঙ্গে ফেরত নেয়ার বিষয়টি। এ লক্ষ্যেই আমরা কাজ করবো।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যুদ্ধাবস্থায় অনেক কিছুই করতে হয়। মিয়ানমারে এখন একটা যুদ্ধাবস্থা চলতে থাকলে সাবধানে অনেক কিছু করতে হয়। তবে এটা তো স্থায়ী হতে পারে না। একটা সময় আমরা স্বাভাবিক রুটে ফিরে আসবো কোনো ঝুঁকি না নিয়ে।’