সংস্কার ছাড়া কোনো গতি নেই: আসিফ নজরুল

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৪ পিএম

আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : সংগৃহীত
ঐক্যমত শক্ত থাকলে সংস্কার পরবর্তীতে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলেও সেসব পরিবর্তন করতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, সংস্কার ছাড়া কোনো গতি নেই। যত ভালো আইনই তৈরি করা হোক না কেন, সংস্কার মানার মানসিকতা না থাকলে কোনো কিছুই কাজে আসবে না।
সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীতে সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গর্ভমেন্টন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ: বিচার বিভাগ প্রসঙ্গ’ শীর্ষক সেমিনারের এসব কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, যেসব বিষয়ে জাতীয় ঐক্যমত রয়েছে প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশন সেসব সংস্কার কার্যকর করার বিষয়ে মৌখিক অনুমতি দিয়েছেন।
আরো পড়ুন : শেখ হাসিনাকে ফেরত দিতে দিল্লিকে ঢাকার চিঠি
আসিফ নজরুল বলেন, বাংলাদেশের উচ্চতর বিচার বিভাগকে এমন সব ক্ষমতা দেয়া হয়েছে, যা কাজে লাগিয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতায় রাখা হয়েছিল এবং তাদের কর্তৃত্ব সুসংহত করতে ব্যবহার করা হয়েছে। তখন অনেকে দোষী প্রমাণিত না হয়েও দীর্ঘ সময়ের জন্য আটক ছিলেন এবং জামিনের আবেদনগুলো প্রায়ই প্রত্যাখ্যান করা হতো।
আইন উপদেষ্টা বলেন, দেশে যদি প্রতি পাঁচ বছর পর পর সুষ্ঠু নির্বাচন হতো এবং নির্বাচিত দল সরকার গঠন করত, তাহলে ক্ষমতাসীন দল বিচার বিভাগকে ব্যবহার করে এতটা স্বৈরাচারী আচরণ করতে পারতো না।
রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতে উচ্চ আদালতে বিচার বিভাগীয় নিয়োগ দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তিনটি সংস্কার প্রস্তাবের ভিত্তিতে উচ্চ আদালতে বিচারক নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।