সাবেক আইজিপি মামুনকে জিজ্ঞাসাবাদ, পরিষ্কার নয় কিছুই

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৭ পিএম

ছবি : সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধ মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান এই জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অভিযোগ ও জিজ্ঞাসাবাদের বিস্তারিত অগ্রগতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
এর আগে গত ৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন জবানবন্দি দেন। এটি ছিল জুলাই-আগস্টের গণহত্যা মামলায় কোনো সরকারি কর্মকর্তার দেয়া প্রথম জবানবন্দি। আদালত সূত্র জানিয়েছে, ওই দিন বিচারকের খাসকামরায় তিনি আড়াই ঘণ্টা সময় কাটান। তবে এটি তার ব্যক্তিগত স্বীকারোক্তি নাকি তৎকালীন নির্দেশদাতাদের বিরুদ্ধে সাক্ষ্য, তা এখনো পরিষ্কার নয়।
এর আগে গত ৩ সেপ্টেম্বর ঢাকার উত্তরা থেকে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। তিনি ১২৩টি হত্যাকাণ্ডের মামলায় আসামি হিসেবে অভিযুক্ত। এ পর্যন্ত তাকে কয়েক দফায় ৬৬ দিন রিমান্ডে নেয়া হয়েছে।
তদন্ত ও বিচার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টরা এখনো মুখ খুলছেন না। পরিস্থিতি গভীর নজরদারিতে রয়েছে বলে জানা গেছে।