সিনিয়র সহকারী সচিব সূজাকে বাধ্যতামূলক অবসর

কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১০:৪৬ এএম

তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন। ছবি : সংগৃহীত
পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আ স ম সূজাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সিনিয়র সহকারী সচিব আ স ম সূজাকে সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী আগামী ১৭ জানুয়ারি থেকে সরকারি চাকরি থেকে অবসর দেয়া হলো। তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্রান্টসহ আগামী ১৮ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত এক বছর অবসরোত্তর ছুটি মঞ্জুর করা হলো।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।
এদিকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহ এবং পরিকল্পনা কমিশনের সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আদেশে, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহকে সচিব হিসেবে পদোন্নতি প্রদান করে জাতীয় সংসদ সচিবালয়ে পদায়ন করা হয়।
আরো পড়ুন : ১০ পুলিশ পরিদর্শককে বদলি