আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করেছে: প্রধান উপদেষ্টা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০১:৪৩ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
বছরের প্রথম দিন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের পর্দা উঠছে। মেলার উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগ করার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, মানুষ মাত্রই উদ্যোক্তা। শ্রমিক হওয়া মানুষের পথ না। এই মেলা আমাদেরকে উদ্যোক্তা হওয়ার সুযোগ দেয়। এই সুযোগটা যেন আমরা গ্রহণ করতে পারি।
উদ্যোক্তাদের জন্য মেলার একটি অংশ বরাদ্দ রাখার কথা বলে প্রধান উপদেষ্টা বলেন, তরুণরা বিভিন্ন রকম কাজ করছে। ঘরে বসে শাড়ি বিক্রি করছে। বয়স্ক গৃহিণীরা ব্যবসা করছে, রান্না করে খাওয়াচ্ছে। কিন্তু কোনো স্বীকৃতি নাই।
তিনি বলেন, যারা নিজেরা ব্যবসা সৃষ্টি করেছে - মেলায় তাদেরকে নিয়ে একাংশ থাকতে হবে। ছেলেদের একটা অংশ, মেয়েদের এক অংশ হবে। এভাবে সবারটা দেখে আরো বুদ্ধি বের হবে।
আরো পড়ুন : বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির যৌথ উদ্যোগে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) এই মেলার আয়োজন করা হয়েছে।
এবারের বাণিজ্য মেলায় বিশ্বের সাতটি দেশের ১১টি প্রতিষ্ঠানসহ থাকছে মোট ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন। এবারের মেলায় জুলাই-আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে জুলাই চত্বর, ছত্রিশ চত্বর রাখা হয়েছে।
সেইসঙ্গে তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধকরণে তৈরি করা হয়েছে ইয়ুথ প্যাভিলিয়ন।
এবারের মেলায় থাকছে ই-টিকিটের ব্যবস্থা। মেলা মাসব্যাপী সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত ১০টা পর্যন্ত।