×

সরকার

আগরতলায় গেলেন বাংলাদেশের সহকারী হাইকমিশনার, কার্যক্রম চালু কবে?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১০:২৮ পিএম

আগরতলায় গেলেন বাংলাদেশের সহকারী হাইকমিশনার, কার্যক্রম চালু কবে?

ছবি ; সংগৃহীত

   

অবশেষে দীর্ঘ এক মাস পর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় ফিরেছেন সেখানে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তিনি আগরতলায় পৌঁছান। 

এর আগে, গত ২ ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনার কার্যালয়ে উগ্রবাদী গোষ্ঠীর হামলার ঘটনা ঘটে। হামলার পর পরিস্থিতি বিবেচনায় তাকে বাংলাদেশে ফেরত আনা হয়। ৮ ডিসেম্বর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের ফেরার বিষয়টি নিশ্চিত করেন।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সহকারী হাই কমিশনার বেলা সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে আগরতলায় প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে কোনো সঙ্গী ছিলেন না।

আগরতলায় যাওয়ার বিষয়টি স্থলবন্দর এলাকার সাংবাদিকদের নিশ্চিত করলেও আরিফ মোহাম্মদ সেখানকার কনস্যুলার কার্যক্রম কবে থেকে পুনরায় শুরু হবে সে সম্পর্কে কোনো তথ্য দেননি। বিকেল সাড়ে ৪টার দিকে তার ভারতীয় অফিসিয়াল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনার কার্যালয়টি দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে সাম্প্রতিক হামলার পর সেখানকার কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে কার্যক্রম কবে শুরু হবে তা নিয়ে সংশ্লিষ্ট মহলে অপেক্ষা ও কৌতূহল তৈরি হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App