কর্মসংস্থান ব্যাংকের খেলাপি ঋণের হার ৩.৬৮ শতাংশ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৬:২৭ পিএম

ছবি: সংগৃহীত
জাতীয় পর্যায়ে কর্মসংস্থান ব্যাংকের সফলতা দৃশ্যমান না হলেও প্রাতিষ্ঠানিক পর্যায়ে এ ব্যাংকের উল্লেখযোগ্য সফলতা রয়েছে। ব্যাংকের খেলাপি ঋণের হার ৩.৬৮ শতাংশ এবং কোনো প্রভিশন ঘাটতি নেই। পূর্ববর্তী বছর থেকে ঋণ বিতরণ, ঋণ আদায় এবং মুনাফা অর্জন বৃদ্ধি পেয়েছে। এমন সফলতার জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপকদের অভিনন্দন জানিয়েছেন ব্যবস্থাপক সম্মেলনে বক্তারা। এ সময়ে বক্তারা নতুন ঋণ বিতরণের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করেন।
রবিবার (১৯ জানুয়ারি) কর্মসংস্থান ব্যাংকের ‘ব্যবস্থাপক সম্মেলন-২০২৫’ বিদ্যুৎ ভবনের মুক্তি হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের শুভ উদ্বোধন করেন। এসময়ে অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. এ এফ এম মতিউর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জনাব নাজমা মোবারেক ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান। আরো উপস্থিত ছিলেন- অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, কর্মসংস্থান ব্যাংকের প্রোডাক্টগুলোতে বৈচিত্রতা রয়েছে। তবে শুধু ঋণ বিতরণ করলেই হবে না, গ্রাহকদের কার্যকর মনিটরিং-ও করতে হবে। অর্থ দিয়ে ঋণ সহায়তার পাশাপাশি তাদের বিপদে আপদে বন্ধুর পরিচয় দিতে হবে।
আরো পড়ুন: ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে : বাণিজ্য উপদেষ্টা
কর্মসংস্থান ব্যাংককে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে অর্থ উপদেষ্টা আরো বলেন, আমাদের সম্পদের অভাব রয়েছে কিন্তু চাহিদা বেশি। আমাদের দিক হতে ব্যাংকটিকে সহযোগিতা করবো। এছাড়া দাতা সংস্থা হতে বেশ সাড়া পাচ্ছি। এসময়ে প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের পরামর্শ এবং কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের দিক নির্দেশনায় নারীদের আর্থিক অন্তর্ভূক্তি ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য নতুন ঋণ কর্মসূচি “সঞ্চিতা”-র শুভ উদ্বোধনের ঘোষণা ও উদ্যোক্তাদের নিকট ঋণের চেক বিতরণ করেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘ব্যাংকিং সেক্টরের বিকাশে খেলাপি ঋণ যেখানে প্রধান অন্তরায়, সেখানে কর্মসংস্থান ব্যাংকের খেলাপি ঋণের হার মাত্র ৩.৬৮ শতাংশ, যা বাণিজ্যিক বা অন্যান্য ব্যাংকের তুলনায় সন্তোষজনক। দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের বোঝা যখন ক্রমাগত বাড়ছে, তখন কর্মসংস্থান ব্যাংকের খেলাপি ঋণের এই হার সত্যিই প্রশংসার দাবি রাখে।’ অন্যান্য ব্যাংকের তুলনায় কর্মসংস্থান ব্যাংক ভালো করেছে। এমন সাফল্যের পেছনের কারিগরদের ধন্যবাদ জানান তিনি।
ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কর্মসংস্থান ব্যাংকের সফলতা তুলে ধরে তিনি আরো বলেন, এ ধরণের কার্যক্রমে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এখানে সুদের হার কম, নিট ইনকাম কম, এমনকি ডিপোজিট নেয়াও সম্ভব নয়। তারপরও কর্মসংস্থান ব্যাংক অদৃশ্যভাবে ভালো কাজ করে যাচ্ছে।
আরো পড়ুন: রবিবার থেকে ৬০০ টাকা কেজি দরে ইলিশ বেচবে সরকার
সিএমএসই ঋণ বিতরণে কর্মসংস্থান ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, সিএমএস খাতে এ ব্যাংকের কার্যক্রম অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় স্বচ্ছ। এ খাতে রিভলবিং ফান্ডে পুরো টাকাই পেইড আপ ক্যাপিটাল হিসেবে দেয়া হয়েছে। এতে ব্যাংকের অর্থনৈতিক কর্মকাণ্ড আরো সুদৃঢ় হবে।
ব্যাংকের সার্বিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, এ ব্যাংক ১১ লক্ষাধিক উদ্যোক্তাকে সরাসরি ঋণ সহায়তা প্রদান করেছে যার ৩৬ শতাংশই নারী উদ্যোক্তা। এসময়ে তিনি ব্যাংকের নতুন ঋণ কর্মসূচি “সঞ্চিতা”-র মাধ্যমে আরো নতুন নারী উদ্যোক্তা সৃষ্টি হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
সম্মেলনে কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের সব পরিচালক, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানাসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও মাঠ পর্যায়ের সব বিভাগীয় প্রধান, আঞ্চলিক ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে ব্যবস্থাপক সম্মেলন-২০২৫ উপলক্ষ্যে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি চলতি বছরকে ব্যাংকের জন্য টেকসই উন্নয়নের বছর হিসেবে অভিহিত করেন। এজন্য তিনি মাঠপর্যায়ের সবার প্রতি ব্যাংকের অগ্রযাত্রাকে আরো বেগবান এবং সামনে এগিয়ে নিতে উদাত্ত আহ্বান জানান।
সম্মেলনে সফল উদ্যোক্তার হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। এই সময়ে দুইজন ঋণগ্রহীতা ব্যাংকের সেবা সম্পর্কে তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং আর্থিক সহযোগিতার জন্য ব্যাংককে আন্তরিক ধন্যবাদ জানান।