×

সরকার

সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০৮:৪০ পিএম

সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’

ছবি: সংগৃহীত

   

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। সেটার নাম হতে পারে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজের নেতৃত্বাধীন কমিটি এ নাম প্রস্তাব করেছে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করেন ইউজিসির চেয়ারম্যানসহ এ সংক্রান্ত কমিটির তিন সদস্য। সেখানেই এ প্রস্তাব করা হয়।

অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, আমরা কয়েকটি নাম দিয়েছি। শিক্ষার্থীরাও কিছু নাম প্রস্তাব করেছে। এর মধ্যে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ নামটি আমাদের পছন্দ হয়েছে। শিক্ষা উপদেষ্টাও নামটির প্রশংসা করেছেন। তবে শিক্ষার্থীরা যেটা বলবে, সেটাই হবে। এজন্য আমরা তাদের সঙ্গে বসবো। তারা যা নাম চূড়ান্ত করবে, সেই নামেই বিশ্ববিদ্যালয় হবে।

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় গঠিত হবে। এ কলেজগুলোর আলাদা ক্যাম্পাস রয়েছে। সেগুলোতে শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা শিক্ষকতা করছেন।

আলাদা ক্যাম্পাসেই নতুন বিশ্ববিদ্যালয় চলবে কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, বিশ্ববিদ্যালয় কীভাবে পরিচালতি হবে তা নিয়ে আমরা ভাবছি। শিক্ষক পদে কারা থাকবেন, প্রশাসনিক কাঠামো কী হবে, সেসব বিষয়েও কাজ করছি। প্রধান উপদেষ্টার পরামর্শে বিশ্ববিদ্যালয়টি নিয়ে কাজ করবে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি।

গত সোমবার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করা হয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এসব কলেজে ঢাবির অধীনে শিক্ষার্থী ভর্তি করা হবে না। সেগুলোকে একসঙ্গে প্রতিষ্ঠানিক কাঠামো দিতে ইউজিসি চেয়ারম্যানরে নেতৃত্বে কমিটি কাজ করছে।

পরের দিন প্রধান উপদেষ্টার সঙ্গে এ নিয়ে আলোচনা করে কমিটি। বিষয়টি সম্পর্কে ইউজিসির চেয়ারম্যান বলেন, ঢাবি থেকে সাত কলেজ বের হওয়া নিয়ে উদ্বিগ্ন ছিলেন প্রধান উপদেষ্টা। তাই তিনি আমাদের ডেকেছিলেন। সেখানে শিক্ষা উপদেষ্টার উপস্থিতিতে এ বিশ্ববিদ্যালয় গঠন নিয়ে আলোচনা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App