ঠাণ্ডাজনিত সমস্যা বাড়ছে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ০১:৪৪ পিএম

ডা. খান আবুল কালাম আজাদ
প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ ভোরের কাগজকে বলেন, প্রতি বছরই শীতকালে ঠাণ্ডাজনিত সমস্যাগুলো বেশি দেখা যায়। যেমন- সর্দি, কাশি, ফ্লু, অ্যাজমা, কোল্ড অ্যালার্জি। এসব রোগে যে কোন বয়সের মানুষ আক্রান্ত হলেও শিশু ও বয়স্কদের ঝুঁকি বেশি।
তিনি বলেন, প্রতি বছরের মতো এ বছরও মানুষ এসব রোগে আক্রান্ত হচ্ছে। তবে পরিস্থিতি যে খুব খারাপ তেমনটা নয়। মানুষের ক্রয় ক্ষমতা এখন বেড়েছে। গরম কাপড় নেই এমন মানুষের সংখ্যা খুব বেশি না। শীতে মানুষ মারা যাচ্ছে এমন অবস্থাও হয়নি।
এ অধ্যাপক বলেন, অপেক্ষাকৃত স্বল্প আয়ের মানুষের মাঝে আগে যে অসুখগুলো দেখা যেতো এই বছর তেমনটা দেখা যাচ্ছে না। শিশুদের ঠাণ্ডা, ব্রংকিউলাইটিস, ডায়রিয়া, মামস্ এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। এছাড়া শ্বাসনালীর সংক্রমণের বিভিন্ন রোগেও আক্রান্ত হচ্ছে। তবে মানুষের অ্যাজমা সমস্যা বেড়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এখন কোভিডের সংক্রমণ বাড়ছে। কিন্তু স্বস্তির কথা হলো, বাংলাদেশের পরিস্থিতি তেমন নয়। এছাড়া ডেঙ্গুর মাত্রাও কমে এসেছে। তারপরও আমাদের সতর্ক থাকতে হবে।