বিএমডিসিতে বিএসএমএমইউয়ের ২ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ০৭:৪৪ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ ও সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল।
অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও সার্জারি বিভাগের শিক্ষক সার্জিক্যাল অনকোলজি ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসক। আর ডা. মোঃ রাসেল সার্জারি বিভাগের শিক্ষক সার্জিক্যাল অনকোলজি ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসক।
বুধবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ভোট গ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন এবং ভোটের কার্যক্রমের উদ্বোধন করেন। এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৮৩ জন এবং ভোট দেন ৩৬৩ জন।
একজন ভোটার শিক্ষক প্রতিনিধি নির্বাচনের জন্য দুইটি ভোট দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন-বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান।
সদস্য সচিব ছিলেন-বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মুহাম্মদ সালাহ উদ্দিন সিদ্দিক। সদস্য ছিলেন-এ্যান্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ শাহজাদা সেলিম। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন-সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জুয়েল।