×

স্বাস্থ্য

ভ্যাকসিন প্রয়োগে যেতে অপেক্ষা আরো দুই মাস!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২০, ০৯:৫৪ এএম

   

সরকার অনুমোদন দেয়ার পর যত দ্রুত সম্ভব দেশে চীনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের কাজ শুরু করতে চায় আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র (আইসিডি-ডিআরবি)। এখনই সুনির্দিষ্ট সময় জানাতে না পারলেও বিভিন্ন প্রক্রিয়া শেষে তা কার্যকর করতে কমপক্ষে দুই মাস সময় লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত; বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, চীনের তৈরি করোনা ভ্যাকসিন সিনোভ্যাকের পরীক্ষামূলক প্রয়োগ হতে যাচ্ছে বাংলাদেশে। সবকিছু বিবেচনা করেই এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশে ভ্যাকসিন প্রয়োগের এই কাজটি করবে আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণাকেন্দ্র আইসিডি-ডিআরবি। ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের সব খরচ চীন বহন করার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান তিনি।

জানা যায়, সরকারের অনুমতির পর এখন ওষুধ প্রশাসন অধিদপ্তর অনুমতি দেবে। তবে আইসিডিডিআরবি আগেই সেখানে অনুমতির জন্য প্রটোকল জমা দিয়েছে। গত ১৮ জুলাই বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) আইসিডিডিআরবিকে ভ্যাকসিনটির পরীক্ষার অনুমোদন দেয়।

আইসিডিডিআরবি’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কে জামান এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, চীনা কোম্পানি এক লাখ ভ্যাকসিনসহ পরীক্ষামূলক প্রয়োগের সব খরচ দেবে। সেই ভ্যাকসিন এবং যন্ত্রপাতি আনার ব্যবস্থা, যাদের ওপর ভ্যাকসিন প্রয়োগ করা হবে তাদের নির্বাচন, ভ্যাকসিন যারা প্রয়োগ করবে সেই লোকবল নিয়োগ ও প্রশিক্ষণ দেয়াসহ বিভিন্ন প্রস্তুতিতে কিছুটা সময় লাগবে। তবে আমরা যত দ্রুত সম্ভব ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের কাজটি শুরু করতে চাই।

আইসিডিডিআরবি’র পরামর্শক ড. তাজুল ইসলাম বারী ভোরের কাগজকে বলেন, আমাদের কিছুটা প্রস্তুতি আগেই ছিল। তবে এখনো যেসব প্রস্তুতি প্রয়োজন হবে এর জন্য কমপক্ষে দুই মাস সময় লেগে যাবে। এছাড়া ভ্যাকসিনের কার্যকারিতা বুঝতেও অনেকটা সময় লাগবে। ভ্যাকসিন প্রয়োগের পর আরো ছয় মাস সময় লাগবে। কারণ যাদের ওপর ভ্যাকসিন প্রয়োগ করা হবে তাদের পুরোপুরি ছয় মাস পর্যবেক্ষণ করে তাদের শারীরিক পরিস্থিতি মূল্যায়ন করা হবে। আইসিডিডিআরবি’র প্রটোকল অনুযায়ী, দেশের মোট ৪ হাজার ২০০ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। এক্ষেত্রে যারা স্বেচ্ছায় রাজি হবেন তাদের ওপরই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। কারণ এক্ষেত্রে কেউ নিজে থেকে আগ্রহী না হলে জোর করে প্রয়োগ করা যায় না। ৪ হাজার ২০০ জনের মধ্যে ২১০০ জনকে ভ্যাকসিন দেয়া হবে। আর বাকি ২১০০ জনকে দেয়া হবে ‘ডামি ভ্যাকসিন’। তবে কাদের ডামি ভ্যাকসিন দেয়া হয়েছে তা তাদের জানানো হবে না। সবাইকেই ছয় মাস পর্যবেক্ষণে রাখা হবে। ভ্যাকসিন প্রয়োগের পর তাদের কোনো পাশর্^প্রতিক্রিয়া হয় কিনা সেই সব তথ্য বিশ্লেষণ করা হবে।

জানা যায়, এই কাজের জন্য ইতোমধ্যেই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি টেলিমেডিসিন ইউনিট গঠন করা হয়েছে। যা ২৪ ঘণ্টাই চালু থাকবে। ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে অংশ নেয়া সবার সঙ্গেই এই ইউনিটের নিয়মিত যোগাযোগ থাকবে। তারা সবার সব তথ্য বিশ্লেষণ করবে। এই বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনা প্রতিবেদনের মাধ্যমে ভ্যাকসিনের কার্যকারিতার সিদ্ধান্ত আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App