×

স্বাস্থ্য

বিশ্ব হার্ট দিবস: ইউএস বাংলা মেডিকেলে সভা ও র‌্যালি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২০ পিএম

বিশ্ব হার্ট দিবস: ইউএস বাংলা মেডিকেলে সভা ও র‌্যালি

ছবি: ভোরের কাগজ

   

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি করেছে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। শবিবার (২৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জে কলেজটিতে এসব কর্মসূচি পালন করা হয়।

এসময় মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক-শিক্ষার্থীরা একটি মিনি র‌্যালি বের করেন। কলেজ ভবন থেকে শুরু হয়ে হাসপাতাল চত্বরে গিয়ে সেটি শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন - হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. আবুল হাসনাত মো. জাফর, হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. তাসলিমা আফরোজ, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. স্বপ্না ভট্টাচার্য, মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আব্দুল আজিজ, গাইনী বিভাগের অধ্যাপক ডা. রওশন আরা খানম, রেডিওলজি ইমেজিং বিভাগের সিনিয়র কনসালটেন্ট কর্ণেল ডা. খালেদা পারভীন (অব:), এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ আফজাল হোসেন, গ্যাস্ট্রোএন্টারলজি বিভাগের অধ্যাপক ডা. শফিকুল ইসলাম ভূঞা, আবাসিক চিকিৎসক, মেডিকেল অফিসার, ক্লিনিক্যাল এসিস্ট্যান্ট এবং ইন্টার্ন ডাক্তার ও ৫ম বার্ষিকীর ছাত্রছাত্রী।

পরে দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন- কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. আবুল হাসানাত মো. জাফর, সহকারী অধ্যাপক ডা. তাসলিমা আফরোজ এবং অন্যান্য চিকিৎসক। অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞরা হৃদরোগের কারণ ব্যাখ্যা করার পাশাপাশি প্রতিকার ও প্রতিরোধের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ বিষয়ে সহকারী অধ্যাপক ডা. তাসলিমা আফরোজ বলেন, হৃদরোগ প্রতিকারে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন অত্যাবশ্যক। দৈনিক ৩-৪ রকমের সিজনাল সবুজ শাকসবজি ও ফলমূল খেতে হবে। ডায়াবেটিস থাকলে নিয়ণ্ত্রণে রাখা ও মানষিক চাপমুক্ত থেকে পরিমিত ঘুমাতে হবে। পাশাপাশি হাঁটাচলা ও শরীরচর্চার মাধ্যমে দৈহিক ওজনকে উচ্চতা অনুযায়ী নিয়ন্ত্রণে রারখতে হবে। সর্বোপরি ধুমপানমুক্ত থাকাই হৃদরোগ প্রতিরোধের প্রধান উপায়।

এছাড়া বিনামূল্যে হাসপাতালে আসা রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হয় এবং প্রয়োজনীয় পরীক্ষার ওপর কর্তৃপক্ষ বিশেষ ছাড়ের ব্যবস্থা করে থাকেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App