×

স্বাস্থ্য

ভর্তি রোগী ৮৭ হাজার ছাড়ালো

চলতি বছর ৪৬১ জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৮:২৯ পিএম

চলতি বছর ৪৬১ জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু

ছবি: সংগৃহীত

   

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৯৩৪ জন। এদের সহ এ বছর ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮৭ হাজার ৭২৫ জন। একদিনে ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ বছর মোট ৪৬১ জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার (২৫ নভেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৩৩ জন, ঢাকা বিভাগে ১৮৮ জন, ময়মনসিংহে ৪১ জন, চট্টগ্রামে ১১৯ জন, খুলনায় ১২৬ জন, রাজশাহী বিভাগে ৪৯ জন, রংপুর বিভাগে ১৬ জন, বরিশাল বিভাগে ৬১ জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

যে ২ দুজন মারা গেছেন, তারা ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আরো পড়ুন: চিকিৎসকদের বিদেশ ভ্রমণ নিয়ে আদেশ বাতিল

এদিকে সোমবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৩ হাজার ৭৩৬ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৫২৮ জন। এদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৯৩ জন। ২ হাজার ১৩৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫২ হাজার ৫২৫ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ২০০ জন। সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। এসময় ১৩৫ জনের মৃত্যু হয়। 

নভেম্বর মাসের ২৫ দিনে ২৪ হাজার ৯০৮ জন রোগী ভর্তি হয়েছেন, এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৪৬ জনের। এ বছর এক মাসে এটাই সর্বোচ্চ মৃত্যু।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App