জয়শঙ্কর-শাহবাজের সাক্ষাৎ হলেও বৈঠক হয়নি

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৩:২০ পিএম

প্রোটোকল অনুযায়ী সব দেশের নেতাদের মতোই ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানো হবে। ছবি : সংগৃহীত
শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে গিয়ে কূটনৈতিক বিধি মেনেই দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ইসলামাবাদে শাহবাজ শরিফের আমন্ত্রণে নৈশভোজে যোগ দেন তিনি। সেখানেই দু’জনের সৌজন্য-সাক্ষাৎ হয়। তবে সৌজন্য সাক্ষাৎ হলে বৈঠক হয়নি দুই দেশের নেতাদের মধ্যে।
দু’দিনের এই পাকিস্তান সফরে এসসিও-র সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি কয়েকটি পার্শ্ববৈঠকেও অংশ নেয়ার কথা জয়শঙ্করের। তবে সেই তালিকায় নেই পাকিস্তানের কোনও মন্ত্রী বা নেতা। ভারত আগেই জানিয়েছিল, জয়শঙ্করের এই সফরের সঙ্গে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় বৈঠকের কোনো সম্পর্ক নেই।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার গত বলেছেন, ভারতের পক্ষ থেকে কোন পার্শ্ববৈঠকের অনুরোধ পাইনি। আমরাও এই মর্মে কোনো আবেদন করিনি। তবে প্রোটোকল অনুযায়ী সব দেশের নেতাদের মতোই ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানো হবে।
কূটনৈতিক মহলের একাংশের মতে, ভারতের জম্মু ও কাশ্মীরে সুষ্ঠু বিধানসভা ভোটের পরে পররাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তানে পাঠানো মোদি সরকারের তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। প্রায় ৯ বছর পর কোনো ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে গেলেন।
এর আগে ২০১৫ সালে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আফগানিস্তান নিয়ে একটি সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গিয়েছিলেন। তার পরের বছর সার্ক-ভুক্ত রাষ্ট্রগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়েছিল পাকিস্তানে, যোগ দিতে গিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। সেটাই ছিল শেষবার পাকিস্তানের মাটিতে কোনো বহুপাক্ষিক সম্মেলনে ভারতের যোগদান।
আরো পড়ুন : পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে জঙ্গি হামলা, ৩ পুলিশ নিহত