×

ভারত

এবার যোগী আদিত্যনাথকে বাবা সিদ্দিকির মতো হত্যার হুমকি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৯:১১ পিএম

এবার যোগী আদিত্যনাথকে বাবা সিদ্দিকির মতো হত্যার হুমকি

ছবি : সংগৃহীত

   

ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ১০ দিনের মধ্যে পদত্যাগ না করলে বাবা সিদ্দিকির মতো খুনের হুমকি দেয়া হয়েছে।  শনিবার (২ নভেম্বর) এ বিষয়ে একটি হুমকিবার্তা মুম্বাইয় পুলিশের কাছে আসে।

কয়েক সপ্তাহ আগেই দেশটির সাবেক মন্ত্রী ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া বলিউড সুপারস্টার সালমান খানকে একের পর এক প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। এর মধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে এমন হুমকি দেয়া হলো।

প্রতিবেদনে এনডিটিভি বলছে, মুম্বই ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে গতকাল সন্ধ্যায় একটি অপরিচিত নম্বর থেকে একটি বার্তা আসে। এতে বলা হয়েছে, যোগী আদিত্যনাথ যদি ১০ দিনের মধ্যে পদত্যাগ না করেন, তাহলে বাবা সিদ্দিকির মতো তাকেও হত্যা করা হবে।

গত কয়েক সপ্তাহ ধরে মুম্বাইয়ে পুলিশের কাছ থেকে এমন হত্যার হুমকির বার্তা আসছে। এর বেশিরভাগই সালমান খানকে লক্ষ্য করে এবং মুক্তিপণ না দিলে অভিনেতাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। চলতি বছরের গোড়ার দিকে অভিনেতার বাড়ির বাইরে গুলি চালানোর প্রেক্ষাপটে পুলিশ এই বার্তাগুলোর প্রেরকদের খুঁজে বের করে এবং তাদের হেফাজতে নেয়। এদের মধ্যে জামশেদপুরের এক সবজি বিক্রেতা এবং নয়ডার এক ট্যাটু আর্টিস্ট রয়েছেন। মুম্বই পুলিশ তাদের রিমান্ডে নিয়েছে এবং জিজ্ঞাসাবাদ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App