×

ভারত

দলীয় কার্যালয় থেকে বিজেপি নেতার লাশ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০২:৩৩ পিএম

দলীয় কার্যালয় থেকে বিজেপি নেতার লাশ উদ্ধার

নিহত বিজেপি নেতা পৃথ্বীরাজ নস্কর। ছবি : সংগৃহীত

   

ভারতেরর পশ্চিমবঙ্গে চারদিন নিখোঁজ থাকার পর বিজেপির দলীয় কার্যালয় থেকে উদ্ধার হল পৃথ্বীরাজ নস্কর নামে বিজেপি নেতার রক্তাক্ত মরদেহ। তিনি মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের মিডিয়া কনভেনারের দায়িত্বে ছিলেন।

গত সোমবার রাত থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছে পরিবার। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ শুক্রবার দলীয় কার্যালয়ের ভিতর থেকে তার লাশ উদ্ধার করেছে। উদ্ধারের পর মরদেহটি হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার অন্তর্গত দ্বীপের মোড় এলাকা এ ঘটনা ঘটে। কয়েক বছর আগে পৃথ্বীরাজ নস্কর বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার পর থেকে সক্রিয় ভাবে দলের কাজ করতেন। 

পরিবার সূত্রে জানা গেছে, পৃথ্বীরাজের কাছে সব সময় তিনটি ফোন থাকত। রবিবার তার বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠান ছিল। বোনেদের কাছ থেকে ফোঁটা নিয়েছিলেন তিনি। তার পর সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু আর ফেরেননি। 

তার তিনটি ফোনেই বাড়ি থেকে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ফোন বেজে যায়।পরিবারের অভিযোগ, ফোনটি কখনো চালু ছিল, কখনো তা বন্ধ করে রাখা হচ্ছিল। এই ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার।

পৃথ্বীরাজের পরিবারের তরফে বৃহস্পতিবার উস্তি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। শুক্রবার রাতে পরিবারের সদস্যেরা জানতে পারেন, দলীয় কার্যালয়ের ভিতরে তার মরদেহ পড়ে আছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। তালা ভেঙে উদ্ধার করা হয় লাশ। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে ডায়মন্ডহারবার পুলিশ মর্গে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কী কারণে এই হত্যা, কারা এর নেপথ্যে রয়েছেন, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরো পড়ুন: আবার অশান্ত ভারতের মণিপুর, নিহত ১

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App