×

ভারত

ভারতের রামমন্দির উড়িয়ে দেয়ার হুমকি!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১০:৩৯ পিএম

ভারতের রামমন্দির উড়িয়ে দেয়ার হুমকি!

গত মাসে এয়ার ইন্ডিয়ার বিমানে নাশকতা চালানোর হুমকি দিয়েছিলেন পান্নুন। ছবি : সংগৃহীত

   

ভারতের অযোধ্যার অবস্থিত রামমন্দির উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে নিষিদ্ধ খালিস্তানপন্থি সংগঠন শিখ ফর জাস্টিস (এসএফজে)-এর নেতা পান্নুন। নতুন এক ভিডিও বার্তায় তিনি এ হুমকি দেন। সেখানেই তিনি দাবি করেছেন, আগামী ১৬ এবং ১৭ নভেম্বর হামলা করা হবে হিন্দু মন্দিরে। খবর আনন্দবাজার।

ভিডিও বার্তায় পান্নুন বলেন, ‘সহিংস হিন্দুত্ববাদ মতাদর্শের জন্মস্থান অযোধ্যার ভিত্তি আমরা কাঁপিয়ে দেব।’

ভিডিও-তে রামমন্দির উদ্বোধনের সময়কার ছবি দেখানো হয়েছে। শুধু রামমন্দির নয়, আরো কয়েকটি হিন্দু মন্দিরে হামলার হুমকি দিয়েছেন পান্নুন।

উল্লেখ্য, গত মাসে এয়ার ইন্ডিয়ার বিমানে নাশকতা চালানোর হুমকি দিয়েছিলেন পান্নুন। যাত্রীদের সতর্ক করে তিনি জানিয়েছিলেন, আগামী ১ থেকে ১৯ নভেম্বর কেউ যেন এয়ার ইন্ডিয়ার বিমানে যাত্রা না করেন। 

তিনি আরো দাবি করেছিলেন, শিখদের গণহত্যার ‘প্রতিশোধ’ নিতে এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা চালানো হবে। তবে এয়ার ইন্ডিয়া বিমানে আগেও হামলা চালানোর ছক কষেছিলেন পান্নুন।

খালিস্তানি নেতা পন্নুন যুক্তরাষ্ট্র এবং কানাডার দ্বৈত নাগরিক। কানাডায় আশ্রয় নেয়া পান্নুন ২০২২ সালে সে দেশে বসবাসকারী হিন্দুদের ওপর হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন। এরপর তার চণ্ডীগড়ের বাড়ি এবং অমৃতসরের জমি বাজেয়াপ্ত করেছিল এনআইএ। পাঞ্জাবের বিভিন্ন থানায় পান্নুনের বিরুদ্ধে ২২টি অপরাধের মামলা রয়েছে। তার মধ্যে তিনটি দেশদ্রোহিতার।

আরো পড়ুন : ভারত পালিয়েও শেষরক্ষা হলো না ছাত্রলীগ নেতার!


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App